ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

ফুটবল

মেসিকে ভালোবাসলেও ফ্রান্সকে সমর্থন দেবেন তিনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২২
মেসিকে ভালোবাসলেও ফ্রান্সকে সমর্থন দেবেন তিনি

ব্রাজিল-আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বীতা নতুন নয়, তাই একে অপরের জন্য গলা ফাটানোর তো প্রশ্নই আসে না। সাবেক ব্রাজিলিয়ান গোলরক্ষক জুলিও সিজারও তেমনই।

লিওনেল মেসিকে খুব ভালোবাসেন তিনি। কিন্তু বিশ্বকাপের ফাইনালে মেসি নয় ফ্রান্সকেই সমর্থন দেবেন তিনি।

কাতার বিশ্বকাপে ব্রাজিলের যাত্রা কোয়ার্টার ফাইনালেই থমকে গেছে। ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে আসর থেকে বিদায় নেয় সেলেসাওরা। তবে আজ যদি ফ্রান্সের বিপরীতে ব্রাজিল থাকত তাহলে আর্জেন্টিনা ভক্তরাও একই কাজ করতেন বলে মনে করেন সিজার।

তিনটি বিশ্বকাপ খেলা সাবেক এই গোলরক্ষক বলেন, ‘একজন ব্রাজিলিয়ান হিসেবে, ফ্রান্সকে সমর্থন করতেই হবে আমার। আমি মেসিকে ভালোবাসি। আমার কাছে সে অবিশ্বাস্য, দুর্দান্ত এক খেলোয়াড়। তাকে খেলতে দেখাটা দারুণ। তবে ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যে স্বাস্থ্যকর এক প্রতিন্দ্বন্দ্বীতা চলে। যদি ব্রাজিল ফাইনালে থাকত তাহলে অবশ্যই আর্জেন্টিনা আমাদের বিরুদ্ধে থাকত। এই মুহূর্তে কোনো ভণ্ডামি দেখাচ্ছি না আমরা। ’

ক্যারিয়ারের গোধূলি লগ্নে দাঁড়িয়ে মেসি। আগামী ১৮ ডিসেম্বর খেলতে নামবেন আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের শেষ ম্যাচ। ক্যারিয়ারে এতো সব অর্জনের ভীড়ে যদি বিশ্বকাপটাই না থাকে, তাহলে বড় এক অপূর্ণতাই থেকে যাবে ক্যারিয়ারে। তাই অনেক ফুটবল ভক্তই চাইছেন মেসির হাতেই এবারের বিশ্বকাপ উঠুক। সে কথা অজানা নয় সিজারের।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত মেসির যা ক্যারিয়ার, যা অতীত; সেকারণে ব্রাজিলিয়ান নন এমন সমর্থকরা খুব করে চাইছেন মেসিই বিশ্বকাপ জিতুক। ’ 

ব্রাজিলের বাদ পড়া নিয়ে সিজার বলেন, ‘যেকোনো বাদ পড়াই খারাপ লাগার কারণ একজন খেলোয়াড় তার ভালোভাবে প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে বিশ্বকাপে আসে। আমি মনে ব্রাজিল জাতীয় দলের কাছেও তা ভিন্ন নয়। আমরা দেখেছিলাম সেলেসাও কতটা ঐক্যবদ্ধ ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, ফুটবল ফুটবলই। এবং মাঝেমধ্যে সেরা দলও জেতে না। তাই আমি মনে করি, এটাই শেখার উপায় এবং সেটা নিয়ে ২০২৬ বিশ্বকাপে যেতে হবে। ’

বাংলাদেশ সময় : ১১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২২
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।