মৌসুমের শুরু থেকে ছিলেন দুর্দান্ত, পিএসজির হয়ে দারুণ খেলা মেসি ছুটছেন জাতীয় দলের হয়েও। বিশ্বকাপে এসে দলকে তুললেন ফাইনালে।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে গোল করে বাতিস্ততার পাশে বসেন মেসি। এরপর সেমিফাইনালে এসে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে ছাড়িয়ে যান আর্জেন্টাইন সাবেক এই কিংবদন্তি স্ট্রাইকারকে। বর্তমানে বিশ্বকাপে দলের হয়ে মেসির গোল ১১টি, বাতিস্ততার ছিল ১০টি।
মেসির এমন দুর্দান্ত ফর্ম নিয়ে বেশ খুশি বাতিস্ততা। সাবেক এই আর্জেন্টাইন স্ট্রাইকার জানান সবার শীর্ষে যদি কাউকে থাকতেই হয়, তবে সে হচ্ছে মেসি। নিজেকে ছাড়িয়ে গেলেও মেসির এই কীর্তিতে একটুও মন খারাপ হয়নি, বরং আনন্দই পেয়েছেন বলে জানান তিনি।
আর্জেন্টিনার গণমাধ্যম ক্লারিনকে দেওয়া সাক্ষাৎকারে বাতিস্ততা বলেন, ‘রেকর্ডটি মেসি ভাঙলেও আমার কোনো খারাপ লাগেনি। কারণ যখন আমার নামের পাশে ছিল এটা, আমি উপভোগ করেছি। এটা লিও-র প্রাপ্য। যদি শীর্ষে কেবল একজনের থাকতে হয়, সেটা মেসি। সে অ্যালিয়েন নয়। সে মানুষ যে কিনা অন্যদের চেয়ে ভালো ফুটবল খেলে। ওই মানুষটি যখন ছাড়িয়ে যায়, তখন কষ্ট পাওয়া যায় না, শুধু আনন্দই দেয়। ’
মেসির প্রশংসায় পঞ্চমুখ বাতিস্ততা আরও বলেন, ‘আমি আশা করেছিলাম, সে অনেক শান্ত হবে। কিন্তু সে ২০ বছর বয়সের মতো খেলছে। কারণ সে ক্ষুধার্ত। এখানে বিশ্বকাপ জিততে এসেছে সে। ফুটবলের এটাই প্রয়োজন, আর দলের মধ্যে লিও সেটাই ছড়িয়ে দিচ্ছে। ’
সাবেক এই আর্জেন্টাইন মনে করেন চ্যাম্পিয়ন হওয়ার জন্য সবকিছুই আছে আর্জেন্টিনার, ‘শিরোপা জেতার জন্য খুব ভালো অবস্থায় আছে আর্জেন্টিনা। চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভালো একটি আবহ আছে, চার পাশে বইছে প্রবল ইতিবাচক প্রাণশক্তি। সেটা যেমন মেসির জন্য তেমনি সমর্থকদের ক্ষেত্রেও। ’
আগামী রোববার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় লুসাইল স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
আরইউ