ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপ জিতেও ব্রাজিলের ‘পেছনে’ আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
বিশ্বকাপ জিতেও ব্রাজিলের ‘পেছনে’ আর্জেন্টিনা

৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপের শিরোপা ঘরে তুললো আর্জেন্টিনা। আসরের ফাইনালে রোমাঞ্চ ছড়িয়ে ৩-৩ ব্যবধানে ড্রয়ের পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় তুলে নেয় আলবেসিলেস্তারা।

তবে হতাশার বিষয়, বিশ্বচ্যাম্পিয়ন হয়েও চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে পেছনে ফেলতে পারেনি তারা।

যদিও এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো র‌্যাংকিং প্রকাশ করেনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে ম্যাচ ও পয়েন্ট হিসেব করে এখনও সবার ওপরে অবস্থান ব্রাজিলের। তিনে থেকে বিশ্বকাপ শুরু করা আর্জেন্টিনা অবশ্য এগোবে এক ধাপ। দুইয়ে থাকবে তারা। মূলতঃ ফ্রান্সের বিপক্ষে ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে ড্র করার কারণেই পর্যাপ্ত পরিমাণ পয়েন্ট অর্জন করতে পারেনি আলবেসিলেস্তেরা।

দুইয়ে থাকলেও ব্রাজিলকে টপকে যাওয়ার খুব কাছাকাছি রয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। ইএসপিএন ব্রাজিলের মতে, আর মাত্র এক ম্যাচ জিতলেই সেলেসাওদের ওপরে উঠে যাবে লিওনেল মেসির দল।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet