ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

এখনই অবসর নিচ্ছেন না দি মারিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
এখনই অবসর নিচ্ছেন না দি মারিয়া

বিশ্বকাপ জয়ের পর আনন্দে ভাসছে আর্জেন্টিনা। আনন্দ উপলক্ষ্যের মাত্রা বাড়িয়ে দিয়ে বিশ্বকাপের পর দলের সেরা তারকা লিওনেল মেসি জানিয়েছিলেন এখনই অবসর নিচ্ছেন না।

আরও কিছুদিন খেলা চালিয়ে যাবেন তিনি। সেই দলে যোগ দিলের আরকে সতীর্থ আনহেল দি মারিয়া। বিশ্বকাপের আগে নিজের অবসর ভাবনা জানালেও সিদ্ধান্ত বদলেছেন তিনি।

বিশ্বকাপের আগে জানিয়ে দিয়েছিলেন কাতার বিশ্বকাপের পরই জাতীয় দল থেকে অবসর নেবেন মারিয়া। তবে সিদ্ধান্ত বদলে, জাতীয় দলের হয়ে আরো কিছুদিন খেলা চালিয়ে যেতে চান তিনি এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমটির প্রতিবেদক গাস্তন এদুল জানিয়েছেন, এখনই অবসর নিচ্ছেন না আনহেল দি মারিয়া। জাতীয় দলের হয়ে প্রীতি ম্যাচ, বিশ্বকাপ বাছাইপর্ব খেলা চালিয়ে যেতে চান তিনি। ২০২৪ কোপা আমেরিকাতেও খেলতে পারেন জুভেন্টাস তারকা।

গাস্তন এদুল নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন আনহেল দি মারিয়া। ঠিক কতদিন খেলবেন, তা নিশ্চিত নয়। চ্যাম্পিয়ন হিসেবে খেলাটা উপভোগ করতে চান তিনি। ’ তবে ডি মারিয়ার কোনো বক্তব্য প্রকাশ করেনি টিওয়াইসি স্পোর্টস।

কাতার বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টাইন পত্রিকা ওলে ক্লারিনকে ডি মারিয়া বলেছিলেন, ‘আমার মনে হয়, বিশ্বকাপের পর দল ছাড়ার সময় হয়ে যাবে। অনেক তরুণ খেলোয়াড় রয়েছে। জাতীয় দলে খেলতে মুখিয়ে আছে তারা। ’ টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপ জয়ে দৃশ্যপট বদলেছে। জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার আত্মবিশ্বাস বেড়েছে দি মারিয়ার। যেকারণে এখনই অবসর নেবেন না তিনি।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।