ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

‘আদর্শ’ রোনালদোর জন্য রিয়ালে ব্রাজিলের ‘বিস্ময়বালক’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
‘আদর্শ’ রোনালদোর জন্য রিয়ালে ব্রাজিলের ‘বিস্ময়বালক’

বয়স এখনও ১৮ হয়নি। এর মধ্যেই তাকে কিনে নিয়েছে রিয়াল মাদ্রিদ।

ব্রাজিলের বিস্ময়বালক হিসেবে ভাবা হচ্ছে এনরিককে। তার পেছনে নাকি রিয়াল খরচ করেছে ৬০ মিলিয়ন ইউরোর বেশি অর্থ। ইউরোপের আরও কয়েকটি বড় ক্লাবই তাকে দলে ভেড়াতে চেয়েছিল।  

কিন্তু এনদ্রিক বেছে নিয়েছেন রিয়াল মাদ্রিদকে। কেন? স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে সেটিই জানিয়েছেন তিনি। বন্ধু ভিনিসিয়াসসহ বেশ কয়েকজন ব্রাজিলিয়ান খেলেন রিয়াল মাদ্রিদে। মূলত তাদের অনুপ্রেরণাতেই ক্লাবটিতে খেলার সিদ্ধান্ত নেওয়া। সঙ্গে নিজের আদর্শ ক্রিস্তিয়ানো রোনালদোর জন্যও রিয়ালে খেলতে চেয়েছিলেন এনরিক।

তিনি বলেছেন, ‘রিয়াল মাদ্রিদ খুব বড় দল। ভিনিসিয়াস আমাকে মেসেজ পাঠিয়েছে আর আশা জুগিয়েছে। ক্রিস্তিয়ানোও (রোনালদো), সে আমার আদর্শ, রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছে। এজন্য আমি রিয়ালকে বেছে নিয়েছি আর আমার মনে হয় এটা সঠিক পছন্দ। ঈশ্বর সবসময়ই আমার সঙ্গে ছিল, তিনি আমাকে বলেছেন এটাই সঠিক পথ। ’

রিয়াল মাদ্রিদের হয়ে নাম লেখালেও এখনই ক্লাবটিতে খেলবেন না তিনি। বয়স ১৮ হলে ২০২৪ সালে স্পেনে আসার কথা রয়েছে তার। এর আগে অবধি ব্রাজিলের ক্লাব পালমাইরোসেই থাকবেন এনদ্রিক। তিনি বলছেন, বর্তমান নিয়ে খুশি থাকলেও পা রাখতে চান মাটিতেই।  

এনদ্রিক বলেন, ‘আমি খুব খুশি, ঈশ্বরের কাছে কৃতজ্ঞও। কিন্তু আমার পা মাটিতেই আছে। এখনও কিছুই জিতিনি। বর্তমানের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ভবিষ্যৎ তিনিই জানেন। ২০২৪ সালে, যখন আমি রিয়ালে যাবো, আশা করি ভালো সময় কাটবে। ’ 

যদিও রিয়ালকে দূর থেকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন, ‘এই মুহূর্তে আমি পালমাইরেসে কিন্তু দূর থেকে রিয়ালকে সমর্থন দেবো। আমার ভালো বন্ধু ভিনির দারুণ মৌসুম কাটবে, মিলিতাও, রদ্রিগো...রিয়াল মাদ্রিদ আরও বেশি চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা বা সুপার কোপা জিতবে এখনকার চেয়ে এমন আশা করবো। ’

বাংলাদেশ সময় : ১৮১৭ ঘণ্টা, ২৯ ডিসেম্বর, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।