ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

আসেনসিও-ভিনিসিয়ুসের গোলে রিয়ালের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
আসেনসিও-ভিনিসিয়ুসের গোলে রিয়ালের জয়

প্রথমার্ধে রিয়াল মাদ্রিদের সাদামাটা পারফরম্যান্স বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে। ভালেন্সিয়ার বিপক্ষেও ব্যতিক্রম হয়নি।

তবে তারার পার্থক্য গড়ে দ্বিতীয়ার্ধে গিয়েই। তিন মিনিটের মধ্যে দুই গোল করে জয়ও নিশ্চিত করে লস ব্লাঙ্কোসরা।  

লা লিগায় বৃহস্পতিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ভালেন্সিয়াকে ২-০ ব্যবধানে হারায় রিয়াল মাদ্রিদ। শুরুতেই দলকে এগিয়ে নেন মার্কো আসেনসিও। তিন মিনিট না যেতেই দ্বিতীয় গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র।

ঘরের মাঠে আক্রমণাত্মকই শুরু করে রিয়াল। যদিও ভালেন্সিয়ার রক্ষণভাগ ভেদ করতে কষ্ট করতে হয়েছিল দলটিকে। তবে বিরতির পর ঠিকই দলকে এগিয়ে নেন আসেনসিও। ৫২তম মিনিটে বেনজেমার পাস বক্সে পেয়ে দারুণ শটে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ এই ফরোয়ার্ড।  

তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়ুস। বেনজেমা থেকে পাওয়া বল টেনে নিয়ে বক্স থেকে কোনাকুনি শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। ৭১তম মিনিটে এই ব্রাজিলিয়ানকে বাজে ফাউল করে লাল কার্ড দেখেন ভালেন্সিয়ার পাউলিস্তা। দশ জনের দলটি শেষ পর্যন্ত আর কোনো গোল করতে না পারায় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।  

১৯ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রিয়াল। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।