ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সৌদি আরবের পর ‘ইউনাইটেড’ কেনার লড়াইয়ে কাতার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
সৌদি আরবের পর ‘ইউনাইটেড’ কেনার লড়াইয়ে কাতার

বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব কিনতে চাচ্ছেন কাতারের রাজবংশের কেউ। এবার সেটিই সত্যি হলো।

কাতারের ‘ক্রাউন প্রিন্স’ জসিম বিন হামাদ আল থানি অফিসিয়ালি রেড ডেভিলসদের কেনার জন্য প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছেন।  

এক বিবৃতিতে জসিম বিন হামাদ আল থানি জানায়, ক্লাবটির ‘১০০ শতাংশ’ অর্থাৎ পুরোটাই নিজের করে নিতে চান। তিনি বলেন, ‘মাঠে ও মাঠের বাইরে ঐতিহ্য ও গৌরব ফিরিয়ে আনার পাশাপাশি সমর্থকদের হৃদয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের যে স্থান তা পুনরায় করার চেষ্টা চালিয়ে যাবেন। ’

কাতারের ‘ক্রাউন প্রিন্সের’ দেওয়া এই প্রস্তাব সম্পূর্ণ ‘ঋণমুক্ত’ এবং ভবিষ্যতে ‘দলের জন্য, অনুশীলন কেন্দ্রের উন্নতিতে, মাঠের উন্নতিতে এবং ক্লাবের কাঠামোগত বৃদ্ধির জন্য বিনিয়োগ করার পাশাপাশি সমর্থকদের সুবিধা বাড়িয়ে তাদের সংখ্যা বৃদ্ধি করা হবে। ’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘ফুটবলে অবদান রেখে (কাতার) ম্যানচেস্টার ইউনাইটেডকে বিশ্বের সেরা ক্লাব হিসেবে গড়ে তুলবে। ’ ক্লাবটির সমর্থকদের প্রতি কাতারে ‘ক্রাউন প্রিন্স’ আরও বলেন, ‘আজীবন ইউনাইটেডের ভক্ত’ হওয়ার পাশাপাশি ‘পূর্বের ঐতিহ্য ও গৌরব আবারও ফিরিয়ে আনা হবে। ’

কাতারের ‘ক্রাউন প্রিন্সের’ দেওয়া প্রস্তাবের আগে অবশ্য সৌদি আরব থেকে ম্যানচেস্টার ইউনাইটেড কেনার প্রস্তাব দেওয়া হয়েছিল। যদিও গ্ল্যাজারস ফ্যামিলি (ইউনাইটেডের বর্তমান মালিক) থেকে এখনও কোনো সাড়া পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
আরইউ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।