ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

প্যারিসে টানা ৪৮ ঘণ্টা পার্টি করেন নেইমার!

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
প্যারিসে টানা ৪৮ ঘণ্টা পার্টি করেন নেইমার!

নেইমার জুনিয়রের পার্টি-প্রীতি নতুন কিছু নয়। কিন্তু মাঝে মাঝে নাকি তা মাত্রা ছাড়িয়ে যায়।

এ কারণে তার সমালচনাও কম হয়নি। কিন্তু নেইমারকে টলানো যায়নি। প্রায়ই বন্ধু-বান্ধবদের সঙ্গে পার্টিতে মেতে থাকতে দেখা যায় তাকে। মাঝে মাঝে নাকি টানা ৪৮ ঘণ্টা পর্যন্তও চলে পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পার্টি! 

২০১৭ সালে বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমানোর পর প্যারিসের উপকণ্ঠে অবস্থিত বুগিভালে বসবাস শুরু করেন নেইমার। ওই এলাকায় তার প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছে ফরাসি সংবাদমাধ্যম লে'কিপ। যাদের মধ্য কেউ কেউ পিএসজি তারকার প্রতি সহানুভূতিশীল, আবার কেউ কেউ বেশ বিরক্ত।  

গত ৫ ফেব্রুয়ারি ছিল নেইমারের জন্মদিন। সেদিন তার জন্মদিনের পাটি শেষ হয় মধ্যরাতে। এই পুরোটা সময়জুড়ে নিজের কম্পাউন্ডকে ব্রাজিলিয়ান মিউজিক পার্টিতে পরিণত করেন নেইমার। এই পার্টির 'বিকট আওয়াজে' বিরক্তি প্রকাশ করেন খোদ বুগিভালের মেয়র লুক ভাতেলে। তার অভিযোগ, 'এটা (পার্টির আওয়াজ) ছিল রীতিমত বিরক্তিকর। '  

'লা প্যারিসিয়ান'-কে তিনি বলেন, 'সে (নেইমার) আত্মমর্যাদাহীন মানুষ। সে তাবু, অর্কেস্ট্রা এবং পুরো সাউন্ড সিস্টেম নিয়ে এসেছিল। আমি রাস্তার ওপাশেই থাকি এবং আমার জানালাগুলো কাঁপছিল। '

স্প্যানিশ সংবাদমাধ্যম 'মুন্দো দেপোর্তিভো' জানিয়েছে, নেইমারের জন্মদিনের পার্টির মিউজিকের আওয়াজ কমানোর জন্য এমনকি পুলিশকেও কল করেন কয়েকজন প্রতিবেশী।

বুগিভালের মেয়রের বক্তব্যের সঙ্গেও নেইমারের কয়েকজন প্রতিবেশী একমত পোষণ করেন। লে'কিপে-কে ওই এলাকার একজন অবসরপ্রাপ্ত নারী বলেন, 'আমরা (নেইমারের ঘর) থেকে মাত্র ৬০০ মিটার দূরে থাকি এবং আমরা সব শুনি। সে কাউকে সম্মান করতে জানে না। তার নাম নেইমার বলে যা খুশি তাই করতে পারে না। তার কিছু পার্টি তো ৪৮ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয়। '

তবে নেইমারকে যে তার প্রতিবেশীদের সবাই অপছন্দ করেন, বিষয়টি মোটেও এমন নয়। তাদের কারো কারো মতে, অল্প বয়সীরা একটু-আধটু মজা করতেই পারেন। নেইমারের এক প্রতিবেশী বলেন, 'আমরা মেয়েদের চিৎকার, ইঞ্জিনের গর্জন শুনি; কিন্তু এগুলো স্বাভাবিক। এসব (পার্টি) মাসে একবার হয় এবং আমাকে এসব বিরক্ত করে না। '

'অনেকে অভিযোগ করে, কিন্তু বছরে মাত্র ৩ বার সেখানে থাকে। তার বয়সে আনন্দ করা স্বাভাবিক এবং অত অর্থকড়ি আয় করে সে; অত বড় বড় পার্টি দেখে আমি মোটেই বিস্মিত নই। যেহেতু তার নাম নেইমার, তাই সবাই তাকে নিয়ে অনেক কিছু বলে,' যোগ করেন আরেক প্রতিবেশী।

মেয়র ভাতেলে অবশ্য নেইমারের কাজকারবার কিছুতেই মানতে পারছেন না। তিনি এমনকি নেইমারকে তুলনা করেছেন রোনালদিনহোর সঙ্গে। একসময় নেইমারের স্বদেশী কিংবদন্তি পিএসজিতে খেলেছেন। ওই সময়ের কথা স্মরণ করে সিটি মেয়র বলেন, 'রোনালদিনহো যখন এখানে বাস করতো, সে প্রায়ই সপ্তাহান্তে এখানে তরুণদের খেলা দেখতে আসতো। এটা তাদের (তরুণ ফুটবলারদের) জন্য ছিল দারুণ ব্যাপার। আর পাঁচ বছরের নেইমারকে আমরা একবারও দেখিনি, সে যেন ভূত। '

সূত্র- মার্কা

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।