ঢাকা, শনিবার, ০ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বেঙ্গালুরুতে বসবে সাফের আসর

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
বেঙ্গালুরুতে বসবে সাফের আসর

ভারতে এ বছর সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে তা আগেই ঠিক হয়েছিল। তবে কোন ভেন্যুতে হবে সেটা নির্ধারণ হওয়া বাকি ছিল।

আজ (১৯ মার্চ) সাফের ভেন্যু নির্ধারণ করা হয়েছে। আর সেই ভেন্যু হচ্ছে বেঙ্গালুরু।

আজ (১৮ মার্চ) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। আগামী ২১ জুন শুরু হয়ে টুর্নামেন্ট শেষ হবে ৩ জুলাই। এবার সাতটি দেশ নিয়েই মাঠে গড়ানোর কথা ছিল টুর্নামেন্ট। কিন্তু ফিফা থেকে শ্রীলংকা নিষেধাজ্ঞা পাওয়ায় শেষ পর্যন্ত ছয় দল নিয়ে হতে পারে সাফ। শিগগিরই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে।

সাফে পাকিস্তান দলের ভারত যাওয়া নিয়েও ছিল শঙ্কা। তবে সেই বিষয়েও সুরাহা হয়েছে। ভারতে পাকিস্তান দলের খেলতে যাওয়া নিয়ে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে ভারত।  

সাফ আয়োজনে আবেদন আহ্বান করা হলে একমাত্র নেপাল আগ্রহ দেখিয়েছিল। কিন্তু সাফের সঙ্গে চুক্তি করা পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ‘স্পোর্টস পার্টনার ইন্টারন্যাশনাল’-এর চাহিদা ছিল ভারত। তাদের চাহিদা পূরণেই ভারতে হচ্ছে সাফ।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।