ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ফুটবল

এলিটাকে দলে চান জামাল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
এলিটাকে দলে চান জামাল

সিলেটে আগামীকাল (২৫ মার্চ) সিশেলসের সঙ্গে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশ দলে এলিটা কিংসলেকে দেখতে চান বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

ক্যাম্পে ডাক পেলেও এখনও এলিটার মূল স্কোয়াডে থাকার বিষয়ে রয়েছে সংশয়।

২০২১ সালের ১৪ মার্চ বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছিলেন এলিটা কিংসলে। নাগরিকত্ব পেয়ে তখন থেকেই স্বপ্ন দেখছিলেন লাল-সবুজ জার্সি গায়ে একসময় মাঠ মাতাবেন। এবার সেই স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে এলিটা।  

সিলেট জেলা ক্রীড়া সংস্থায় আজ (২৪ মার্চ) সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের কোচ হ্যাভিয়ের কাবরেরা এবং অধিনায়ক জামাল ভূঁইয়া। সেখানেই এলিটাকে দলে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন জামাল। তবে কোচ কাবরেরা জানিয়ে দিলেন এলিটার দলে থাকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে সময় লাগবে আরও কিছুটা। আজ অনুশীলনের পরে রয়েছে টিম মিটিং। এরপরই সিদ্ধান্ত হবে এলিটার জাতীয় দলে খেলা নিয়ে।

গত বেশ কিছু সিরিজেই জামালের অভিযোগ ছিল দল গোল করতে পারছে না। একজন স্কোরারের অভাব অনুভব করছেন তিনি। তবে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্পের সময় বাংলাদেশ যে দুটি প্রীতি ম্যাচ খেলেছে সেখানে শক্তিশালি দলের বিপক্ষে গোল করতে পেরেছে বাংলাদেশ। সেখান থেকে আত্মবিশ্বাস বাড়ছে জামালদের।

এলিটা কিংসলের বিষয়ে জামাল বলেন, ‘আমাদের অন্য স্ট্রাইকারদের তুলনায় এলিটা একটু ভিন্ন। সে অনেক বছর ধরে বাংলাদেশে খেলছে। তার শারীরিক গঠন অন্যদের চেয়ে আলাদা।  শারীরিকভাবে সে অন্যদের চেয়ে এগিয়ে। তার মতন খেলোয়াড় দলে থাকলে দলের শক্তি অনেকটাই বেড়ে যায়।  বক্সের মধ্যে এলিটা দারুন একজন খেলোয়াড় তার মতন খেলোয়াড় দলে দরকার আছে। ’

সিশেলসের বিপক্ষে ভালো একটা ম্যাচ উপহার দিতে চান বলে জানিয়েছেন জামাল তিনি বলেন, ‘সিশেলস দক্ষিণ আফ্রিকার দল শারীরিকভাবে তারা শক্তিশালী। আমরা ভিডিও দেখেছি সেখানে দেখেছি তাদের দুই তিন জন ফুটবলার রয়েছে যারা যেকোনও সময় খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। আমরা এই ম্যচে নিজেদের সেরাটা দিয়ে সমর্থকদের উপভোগ্য একটা ম্যাট উপহার দিতে চাই। ’

এর আগে ২০২১ সালে সিশেলসের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছি। তবে এবার জয় নিয়ে মাঠ ছাড়তে চান বাংলাদেশের অধিনায়ক। তিনি বলেন, ‘ওই ম্যাচে প্রথম হাফে আমরা অনেক ভালো খেলেছি। আমরা এক গোলে এগিয়ে ছিলাম। এরপর দ্বিতীয় হাফে আমরা কিছু পরিবর্তন আনি এবং শেষ মুহূর্তে গোল হজম করতে হয়। ওদের শক্তির জায়গাটা হচ্ছে কাউন্টার অ্যাটাক। ওদের বিপক্ষে শেষ ম্যাচে আমরা কাউন্টার এটাকে গোলহজম করেছিলাম। এবার আমাদের সেই দিকে লক্ষ্য রাখতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।