এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বের ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে গোল উৎসব করে আসর শুরু করেছে বাংলাদেশের মেয়েরা।
বুধবার সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামে আজ ৬-০ গোলে জয় পেয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
ম্যাচের প্রথমার্ধে তিন গোল করে চালকের আসনে বসে বাংলাদেশ দল। ম্যাচের ৫ মিনিটের মধ্যেই বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে যায়। তৃতীয় মিনিটে পূজা দাস ও পঞ্চম মিনিটে সময় থুইনুই মারমা গোল করেন। ৩৯তম মিনিটে অধিনায়ক রুমা আক্তারের গোলে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়র্ধে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। ৫৩তম মিনিটে থুইনুই মারমা নিজের দ্বিতীয় গোল করলে দল এগিয়ে যায় ৪-০ ব্যবধানে। ৬০ মিনিটে সুরভী আকন্দ প্রীতি পেনাল্টি থেকে ব্যবধান ৫-০ করেন। ৮২তম মিনিটে আরও একবার পেনাল্টি পায় বাংলাদেশ। বদলি খেলোয়াড় শ্রীমতি কৃষ্ণা গোল করলে অর্ধ ডজন গোলের জয় পায় লাল-সবুজরা।
তুর্কমেনিস্তান তাদের পরবর্তী ম্যাচ খেলবে ২৮ এপ্রিল স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে। সেই ম্যাচের দিকে দৃষ্টি থাকবে বাংলাদেশেরও। ঐ ম্যাচে সিঙ্গাপুর পয়েন্ট হারালে বা ৬ গোলের কম ব্যবধানে জিতলে বাংলাদেশ পরের ম্যাচে ড্র করলেই বাছাইয়ের পরের পর্বে যাবে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৩০ এপ্রিল স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে।
বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
এআর/এমএইচএম