ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সাফে অংশ নেবে না সৌদি-মালয়েশিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
সাফে অংশ নেবে না সৌদি-মালয়েশিয়া

জুনে ভারতের ব্যাঙ্গালোরে আয়োজিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। প্রথমবারের মতো ছেলেদের আসরে দক্ষিণ এশিয়ার বাইরের দলকে আমন্ত্রণ জানিয়েছিল সাফ।

প্রস্তাব দেওয়া হয়েছিল সৌদি আরব ও মালয়েশিয়াকে। কিন্তু এই দুই দেশই সাফে অংশগ্রহণ করবে না বলে জানিয়েছে।

সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল আজ সংবাদমাধ্যমকে বলেন, ‘ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় সৌদি আরব কিংবা মালয়েশিয়ার মতো দলকে পাওয়া যাচ্ছে না। সবারই ঘরোয়া লিগ রয়েছে। আমরা অন্যদেরও চেষ্টা করছি। এখন দেখা যাক কী হয়। কংগ্রেসের দিন ঠিক করবো কয়টি দল নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ হবে। ’

আট দলের টুর্নামেন্ট করতে সাফ থেকে আরও বেশ কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে জর্ডান, সিঙ্গাপুর, বাহরাইন, ইন্দোনেশিয়া, কুয়েত রয়েছে। আগামী ৬ মে ঢাকায় সাফের কংগ্রেস রয়েছে। সেখানেই দল চূড়ান্ত করে ঘোষণা দেওয়া হবে।  

১২-২০ জুন ফিফা উইন্ডো। সাফ এই সময়েই টুর্নামেন্ট করতে চেয়েছিল। টুর্নামেন্ট পেছানোর কারণ সম্পর্কে সাফ সম্পাদক বলেন, ‘আমরা ফিফা উইন্ডোতেই সূচি রেখেছিলাম। ভারতের আবার সেই সময় অন্য খেলা রয়েছে। তাদের অনুরোধে ও অন্য দেশগুলোর সম্মতিতেই ফিফা উইন্ডোর বাইরে টুর্নামেন্ট হচ্ছে। ’ 

জানা গেছে, সাফের বাইরের দলকে আমন্ত্রণের ধারণা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনই দিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো দল সম্মতি জানায়নি।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।