কোপা দেল রের ফাইনালে রদ্রিগো যখন ওসাসুনার বিপক্ষে দারুণ ফর্ম দেখিয়ে যাচ্ছিলেন, ঠিক সেসময় নিজের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে তার। ইতোমধ্যে মাদ্রিদ পুলিশ দুষ্কৃতিকারীদের খোঁজা শুরু করেছে।
শনিবার সেভিয়ায় স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির ফাইনালে ওসাসুনাকে ২-১ ব্যবধানে হারায় রিয়াল মাদ্রিদ। দলের হয়ে দুইটি গোলই করেন ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড রদ্রিগো।
স্পেনের এক সংবাদমাধ্যম জানায়, ম্যাচটি চলাকালীন রদ্রিগোর বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে। বাড়ির একজন নিরাপত্তা কর্মী পুলিশকে বিষয়টি জানান। তবে বাড়ি থেকে কী কী জিনিস ডাকাতি হয়েছে, তা এখনও জানা যায়নি। সেদিন বাড়িতে ছিলেন না কেউই। রদ্রিগোর বাবা-মাও ছেলের খেলা দেখতে উপস্থিত ছিলেন স্টেডিয়ামে।
ফুটবলারদের বাড়িতে ডাকাতির ঘটনা এটিই প্রথম নয়। দিন দিন বাড়ছেই। গত বছর রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা ও দানি কারভাহালের বাড়িতেও ডাকাতি হয়। এ ছাড়া স্পেনে বিভিন্ন সময়ে বাড়িতে ডাকাতির শিকার হয়েছেন বার্সেলোনার সাবেক-বর্তমান বেশ কয়েজন খেলোয়াড়।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মে ০৮, ২০২৩
আরইউ