ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পিএসজি, আগামীকাল খেলবেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, মে ১২, ২০২৩
নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পিএসজি, আগামীকাল খেলবেন মেসি

পিএসজিকে না জানিয়ে সৌদি আরব যাওয়ার কারণে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা পেয়েছিল লিওনেল মেসি। পরবর্তীতে বিষয়টির জন্য ক্ষমাও চেয়েছেন তিনি।

তাই ক্লাবও উঠিয়ে নিয়েছে নিষেধাজ্ঞা। আগামীকালই লিগ ওয়ানের ম্যাচে মাঠে দেখা যাবে আর্জেন্টাইন এই তারকাকে।

লিগে নিজেদের পরবর্তী ম্যাচে আজাকসিওর বিপক্ষে মাঠে নামবে পিএসজি। এর আগে সংবাদ সম্মেলনে এসে মেসির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন কোচ ক্রিস্তফ গালতিয়ের। আগামীকাল যে মাঠে নামবেন তাও জানালেন কোচ, ‘তার মানসিক অবস্থা কেমন, তা বুঝতে মঙ্গলবার আমি তার সঙ্গে কথা বলেছি। মনে হয়েছে, মাঠে নামার জন্য সে উন্মুখ হয়ে আছে। আগামীকাল সে শুরু থেকে খেলবে। ’ 

৩০ এপ্রিল লিগ ওয়ানে লরিয়ঁর বিপক্ষে ৩-১ ব্যবধানে হারার পর পরিবারের সকল সদস্যকে নিয়ে সৌদি আরব সফরে যান মেসি। ক্লাবের অনুমতি না নেওয়ায় পান দুই সপ্তাহের নিষেধাজ্ঞা। এরপর ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় ক্লাবের কাছে ক্ষমা চান আর্জেন্টাইন ফরোয়ার্ড। পরবর্তীতে গত সোমবার অনুশীলন করতেও দেখা যায় তাকে।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, মে ১২, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।