ফাইনাল হলো ফাইনালের মতোই! ১৪ বছর পর ফেডারেশন কাপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। ৪-৪ গোলের সমতার পর খেলার ভাগ্য নির্ধারিত হলো টইব্রেকারে।
ফেডারেশন কাপের ফাইনালে আর কোনো ফুটবলারের চার গোল করার কৃতিত্ব নেই। আসরের ৪৩ বছরের ইতিহাসে এমন বিরল রেকর্ড গড়লেন মালির ফুটবলার দিয়াবাতে।
ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পাশাপাশি এবারের আসরের সর্বোচ্চ গোলদাতাও পেয়েছেন তিনি। তাই গোল্ডেন বল ও গোল্ডেন বুটের পুরস্কার দুটো ওঠে তার হাতেই। পুরো আসরে ৮ গোল করেছেন এই ফরোয়ার্ড।
বাংলাদেশ সময় : ২০৩৮ ঘণ্টা, মে ৩০, ২০২৩
এআর/এএইচএস