ঢাকা, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

ফুটবল

উরুগুয়েকে উড়িয়ে ফাইনালে ব্রাজিল, নিশ্চিত অলিম্পিকের টিকিট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৩, জুলাই ৩০, ২০২৫
উরুগুয়েকে উড়িয়ে ফাইনালে ব্রাজিল, নিশ্চিত অলিম্পিকের টিকিট সংগৃহীত ছবি

নারী কোপা আমেরিকা ২০২৫-এ উরুগুয়েকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে শিরোপাধারী ব্রাজিল। এই জয়ের মাধ্যমে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেও জায়গা করে নিয়েছে দলটি।

সেমিফাইনালের ম্যাচে ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন ২৪ বছর বয়সী ফরোয়ার্ড আমানদা গুতিয়েরেস। ম্যাচের ১১ মিনিটেই মার্তার ক্রসে হেডে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এরপর ১৩ মিনিটে কাছ থেকে গোল করেন জিও গারবেলিনি। ম্যাচের ২৭ মিনিটে পেনাল্টি থেকে মার্তা তার প্রথম গোলটি করেন এই আসরে।

উরুগুয়ে দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ দেয় ব্রাজিলের ডিফেন্ডার ইসা হাসের আত্মঘাতী গোলে। তবে ৬৫ মিনিটে গুতিয়েরেসের চমৎকার ফ্রি কিকে ব্রাজিল আবার ব্যবধান বাড়ায়। ম্যাচের ৮৬ মিনিটে বদলি খেলোয়াড় দুদিনহা গোল করে বড় জয় নিশ্চিত করেন।

ব্রাজিলের কোচের সঙ্গে দলগত পরিশ্রমের ফল এই সাফল্য বলে জানান গুতিয়েরেস, “এটা আমার প্রথম ফাইনাল। আমরা খুব খুশি। শুরু থেকে কোচের সঙ্গে কঠোর পরিশ্রম করছি। এখন সেই ফল পাচ্ছি। ”

শনিবার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ ২০২২ সালের মতো এবারও কলম্বিয়া। সেই ম্যাচে কলম্বিয়াকে হারিয়েই অষ্টম শিরোপা জিতেছিল ব্রাজিল। এবারও সেই ম্যাচে চোখ থাকবে শিরোপা ধরে রাখার দিকে।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।