ভারতের ব্যাঙ্গালোরে আগামী ২১ জুন থেকে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের আর মাত্র দুই সপ্তাহ বাকি থাকলেও ইতোমধ্যে কিছু সংকট দেখা দিয়েছে।
ভারতে ক্রিকেট খেলতে পাকিস্তান দল যেতে না চাইলেও, সে দেশে তাদের ফুটবল দল যেতে আগ্রহী। তবে পাকিস্তান ফুটবল ফেডারেশন ভারতে দল পাঠাতে চাইলেও সরকারের কাছ থেকে এখনও অনুমতি পায়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি চিঠি দেয়া হয়েছে সেখানে পাকিস্তানের নাম নেই।
অন্যদিকে ভারতে পাকিস্তানের ভিসা সব সময়ই গুরুত্বপূর্ণ একটা ইস্যু ৷ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন পাকিস্তানের ভিসার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। কিন্তু এখনও মন্ত্রণালয় থেকে অনুমতি মেলেনি। এখানেও একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সাফ সচিবালয় থেকে ভারত ও পাকিস্তান উভয় ফেডারেশনকে গতকাল আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাফ সম্পাদক, ‘পাকিস্তান ফুটবল ফেডারেশনকে সরকারের অনুমতির বিষয়ে এবং ভারত ফুটবল ফেডারেশনকে ভিসার অগ্রগতির ব্যাপারে জানাতে বলা হয়েছে। ’
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুন ০৬, ২০২৩
এআর/এমএইচএম