ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মেসির আকাশচুম্বী জনপ্রিয়তাকে পুঁজি করে চীনে ‘প্রতারণা’র ফাঁদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
মেসির আকাশচুম্বী জনপ্রিয়তাকে পুঁজি করে চীনে ‘প্রতারণা’র ফাঁদ

ফুটবল মানেই অনেকেই বোঝেন লিওনেল মেসিকে। আর সেই মেসিই যখন খুব নিকটে থাকবে তখন কে চাইবেনা এক নজর দেখতে।

এমনটিই হয়ে যাচ্ছে চীনে। আর্জেন্টিনা দল যে হোটেলে উঠেছে, সেই হোটেলের আশেপাশে হাজারো ভক্ত ভীড় জমাচ্ছেন। তাছাড়া এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে অনেকেই সাজিয়েছেন প্রতারণার ফাঁদ।  এতে হিমশিম খেতে হচ্ছে চীনের পুলিশদের।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে মেসিরা এখন চীনে। ১৫ জুন বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচ উপলক্ষে আলবেসিলেস্তারা উঠেছেন বেইজিং হোটেলে। যেখানে কড়া নিরাপত্তা রেখেছেন দেশটির সরকার। তারপরও দমানো যাচ্ছে না ভক্তদের।  

চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘উইবো’তে মেসি এখন আছেন ট্রেন্ডিংয়ে। তাকে নিয়ে প্রতারণার ফাঁদও বসিয়েছেন অনেকে। কেউ অফার করছেন মেসির সঙ্গে ডিনার করতে দিতে হবে বড় অঙ্কের অর্থ। কেউ বা স্টেডিয়ামে ভিআইপি সিটের পাশাপাশি অফার করছেন মেসির স্বাক্ষর করা জার্সি; যেটির জন্যও গুণতে হবে অর্থ।  

দেশটির পুলিশ অবশ্য এ ব্যাপারে সতর্ক। তারা জনসাধারণকে জানিয়েছে, মেসির নাম ব্যবহার করে প্রতারণা চলছে, কেউ যেন এসব ফাঁদে পা না দেন। তারা বলেছে, এ ধরনের বিজ্ঞাপন পুরোপুরি প্রতারণা। মেসি-উন্মাদনাকে ব্যবহার করে অসাধু এক চক্রের টাকাপয়সা হাতিয়ে নেওয়ার ফাঁদ।

আর্জেন্টাইন সুপারস্টার চীনে এত জনপ্রিয় যে, এক ভক্ত ম্যাচের টিকিট কিনতে না পেরে মেসিদের হোটেলে একটি কক্ষ ভাড়া নিয়েছেন বড় অঙ্কের অর্থ দিয়ে। যাতে তিনি প্রিয় খেলোয়াড় মেসিকে সামনাসামনি দেখতে পারেন। এএফপিকে ভক্ত নিজেই এই কথা জানান। ভক্তদের এম ভীড়ের কারণে মেসিদের অনুশীলনও অনেক দেরিতে হয়েছে। দিনের বদলে রাতে গিয়ে অনুশীলন করতে হয়েছে তাদের। এমনটাই জানিয়েছে ‘গ্লোবাল টাইমস’।

চলতি মৌসুমে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হয় মেসির। এরপর নানা গুঞ্জন ওঠে তিনি যাচ্ছেন সৌদি ক্লাব আল হিলালে অথবা পুরোনো ক্লাব বার্সেলোনায়। কিন্তু এসব কিছু নিজেই উড়িয়ে দেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামিতে যাওয়ার খবর দিয়ে।  

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।