ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মেসির অভিষেকের আগে হেরেই চলেছে ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
মেসির অভিষেকের আগে হেরেই চলেছে ইন্টার মায়ামি

ইন্টার মায়ামির জার্সিতে অভিষেকের অপেক্ষায় আছেন লিওনেল মেসি। কিন্তু আর্জেন্টাইন ফরোয়ার্ডের আগমনের আগে মেজর লিগ সকারের ক্লাবটির দুর্দশা যেন কাটছেই না।

লিগে টানা সাত ম্যাচ হেরেছে তারা।  

গতকাল ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে ইন্টার মায়ামি।  

ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি। পরে এক গোল শোধ করলেও বড় হার এড়াতে পারেনি মেসির পরবর্তী দলটি। এই হারে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলের শেষ অবস্থানে (১৫তম) নেমে গেছে ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাবটি। ১৮ ম্যাচের মাত্র ৫টিতে জয় পেয়েছে তারা।

এদিকে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ইন্টার মায়ামি বিশ্বসেরা ফুটবলার মেসিকে সাদরে বরণ করার জন্য সম্ভব্য সবরকম প্রস্তুতি নিচ্ছে। মেসির অভিষেক ম্যাচের জন্য প্রস্তুত রাখা হচ্ছে বিশেষ জার্স। এই জার্সির সঙ্গে যুক্ত হয়েছে বিখ্যাত কমিক বুক প্রকাশক সংস্থা মার্ভেল। এক টুইটে মার্ভেল এবং বিখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে যৌথ এই উদ্যোগের কথা জানিয়েছে ইন্টার মায়ামি। এই ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ সের্হিও বুসকেতসেরও।

স্প্যানিশ সংবাদমাধ্যম 'মার্কা' জানিয়েছে, আগামী ৩০ জুন পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হবে। এরপর জুলাইয়ের মাঝামাঝিতে মায়ামিতে যাবেন মেসি। আগামী ২১ জুলাই নতুন ক্লাবের জার্সিতে অভিষেক হতে পারে তার। মেসির অভিষেক ম্যাচের সম্ভাব্য প্রতিপক্ষ ক্রুজ আজুল। লিগ কাপের (লিগা এমএক্স এবং মেজর লিগ সকারের দলগুলোর লড়াই) ম্যাচটি ফ্লোরিডার ফোর্ট লডারডেলে অবস্থিত ড্রাইভ পিঙ্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।