ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সেমিফাইনাল নিশ্চিত করে উদযাপন করতে চান ইব্রাহিম

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
সেমিফাইনাল নিশ্চিত করে উদযাপন করতে চান ইব্রাহিম

মালদ্বীপের বিপক্ষে দারুণ এক জয়ে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে টিকে রয়েছে বাংলাদেশ। পিছিয়ে পড়েও বাংলাদেশ যে দাপুটে জয় নিয়ে মাঠ ছেড়েছে তাতে সমর্থকদের মনে নতুন আশার সঞ্চার হয়েছে।

সেই প্রত্যাশা পূরণ করেই উদযাপন করতে চান দেশের তারকা ফুটবলার মোহাম্মদ ইব্রাহিম।

মালদ্বীপের বিপক্ষে ৩-১ গোলে জয়ের পর প্রশংসায় ভাসছে বাংলাদেশ ফুটবল দল। লম্বা সময়ের পরিকল্পনা এবং পরিশ্রমের ফল এই জয়, এমনটাই জানালেন ইব্রাহিম। তিনি বলেন, ‘সৌদি ক্যাম্প থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা একটা প্ল্যানিংয়ের মধ্যে আছি। এটা একটা প্রসেস। প্রতিটি ম্যাচের পর কোচ আমাদের ভিডিওতে দেখিয়ে দেন আমরা এটা অনুশীলন করেছি এটার ফল এটা। ’

মালদ্বীপের বিপক্ষে জয়ের পর টিম হোটেলে কেক কেটেছে বাংলাদেশ দল। এর আগে সাফে অংশ নেওয়া অন্য দুই দল ভারত এবং কুয়েত এমন আয়োজন করেছিল। তবে বাংলাদেশ সেমিফাইনাল নিশ্চিত করেই উদযাপন করতে চায়। আগামী ম্যাচে ভুটানকে হারাতে পারলে সেমিফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের। এ নিয়ে ইব্রাহিম বলেন, ‘আমরা মালদ্বীপের ম্যাচের পর এখনো সেমিফাইনাল নিশ্চিত করতে পারিনি। আগামী ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অনেক বছর থেকে আমরা সাফের সেমিফাইনালে যেতে পারছি না। আগে সাফের সেমিফাইনাল নিশ্চিত করতে চাই। এরপর আমরা উদযাপন করবো। ’

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, জুন ২৬, ২০২৩ 
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।