বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশ ফুটবল দল। ১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলেছেন জামাল-জিকোরা।
আগামী রোববার (৯ জুলাই) ফুটবলারদের হাতে সেই অর্থ তুলে দেয়ার কথা জানিয়েছেন বাফুফে সভাপতি। বাংলানিউজটোয়েন্টিফোরকে তিনি বলেন, ‘খেলোয়ড়রা বর্তমানে ক্লাবের সঙ্গে ব্যস্ত আছে। আমি তাদের কাছে সময় চেয়েছি। আগামী ৯ জুলাই সময় নির্ধারিত হয়েছে। সেদিনই তাদের হাতে অর্থ হস্তান্তর করা হবে। ’
দল ফাইনালে উঠতে পারলে আরও ৫০ লাখ টাকা বোনাস দেয়ার ঘোষণাও দিয়েছিলেন সালাউদ্দিন। তবে সেটি আর হয়ে ওঠেনি। কুয়েতের বিপক্ষে হেরে বিদায় নিতে হয়েছে তাদের। তারপরও সাফে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট বাফুফে সভাপতি।
বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
এআর/আরইউ