তিন ম্যাচ হাতে রেখেই টানা চতুর্থ প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করে ইতিহাস গড়েছে বসুন্ধরা কিংস। দেশের প্রথম ক্লাব হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ডে খেলতে চলেছে তারা।
এর আগে অবশ্য দলে পরিবর্তন আনার চিন্তা রয়েছে কিংসের। নতুন খেলোয়াড় সংযোজন করতে চায় তারা। তবে আগামী মাসে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আগে কোনও ট্রান্সফার উইন্ডো (দলবদলের সময়) নেই। তাই ট্রান্সফার উইন্ডোর জন্য বাফুফের কাছে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বায়েজিদ আলম জুবায়ের নিপু।
তিনি বলেন, ‘লিগে আমাদের দুটি ম্যাচ বাকি আছে। দুটি ম্যাচই মর্যাদার। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে। আগামীকাল আমাদের খেলা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে। এরপর আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচ। আমরা এই দুটি ম্যাচে ভালো করে লিগ শেষ করতে চাই। এরপর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কাজ করব। ’
‘সামনে ট্রান্সফার উইন্ডো নেই। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ সামনে রেখে আমরা বাফুফের কাছে ট্রান্সফার উইন্ডোর জন্য আবেদন করেছি। তারা উইন্ডো দিলে আমরা নতুন খেলোয়াড় দলে নেওয়ার বিষয়ে কাজ শুরু করব। আমাদের যে খেলোয়াড় আছে এর চেয়ে ভালো মানের খেলোয়াড় দলে নেওয়ার চেষ্টা করব। ’
ট্রান্সফার উইন্ডো না পেলে দেশের ফুটবলারদের নিয়েই লড়াই করতে চান নিপু। তিনি বলেন, ‘যদি উইন্ডো না পাই সেক্ষেত্রে স্থানীয় যে ভালো ভালো খেলোয়াড় আছে তাদের নিয়েই কাজ করতে চাই। আমাদের চারজন বিদেশি ফুটবলার আছেন। আমরা চাইবো আরও চার জন বিদেশি ফুটবলার দলে নিতে। যেহেতু ছয়জন খেলতে পারবেন। সেক্ষেত্রে দুই একজন হাতে থাকবে। ’
আগামী ১৫ আগস্ট আরব আমিরাতের ক্লাব শারজাহ এফসির বিপক্ষে প্রিলিমিনারি রাউন্ডে খেলতে হবে কিংসকে। তাদেরকে কঠিন প্রতিপক্ষই মানছেন নিপু। তবে নিজেদের নিয়েও আত্মবিশ্বাসি তিনি। নিপু বলেন, ‘শারজাহ কঠিন প্রতিপক্ষ। তাদের দলে বেশ কিছু ভালো ফুটবলার আছে। বার্সেলোনায় খেলা ফুটবলারও রয়েছে তাদের দলে। তাদের বিপক্ষে লড়াইটা অবশ্যই কঠিন হবে। ’
‘তবে আমরা ছেড়ে কথা বলবো না। আমাদের লক্ষ্য কোয়ালিফাই করা। তাদের কাছে আমরা অপরিচিত দল। তবে আমাদের কাছে তারা পরিচিত। এটা আমাদের জন্য একটা ভালো দিক হতে পারে। ’
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জুলাই ০৬, ২০২৩
এআর/এএইচএস