বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে দেখা গেছে অন্যরকম এক বাংলাদেশকে। জয়-পরাজয় ছাপিয়ে আলোচনায় তাদের দারুণ ফুটবলের প্রদর্শন।
সাফে দুই গোল করেন মোরসালিন। এই আসরেই বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় তার। দারুণ পারফরম্যান্স করে সমর্থকদের নজর কাড়েন এই মিডফিল্ডার। মোরসালিনের মতো রাকিব হোসেনও দুটি গোল করেছেন। তাকে বাংলাদেশ ফুটবলের সুপারস্টার হিসেবে অ্যাখ্যায়িত করেন সালাউদ্দিন।
সেমিফাইনালে ওঠায় বাংলাদেশ দলকে ৫০ লাখ টাকা বোনাস দেওয়ার ঘোষণা করেছিলেন বাফুফে সভাপতি। আজ (৯ জুলাই) রোববার দুপুরে বাফুফে ভবনে ৩৪ সদস্যের প্রত্যেককে দেড় লাখ টাকার চেক দিয়েছেন সভাপতি কাজী সালাউদ্দিন।
সেই অনুষ্ঠানে বাফুফে সভাপতি বলেন, ‘তিন তরুণ ফুটবলার ফাহিম, মোরসালিন এবং হৃদয়- এরা ফুটবলের ভবিষ্যৎ। তাদের পারফরম্যান্সে আমি দারুণ সন্তুষ্ট। এছাড়া আমরা একজন সুপারস্টার পেয়েছি- রাকিব। বর্তমানে বাংলাদেশের অন্যতম সেরা একজন ফরোয়ার্ড তিনি। যদি সে আরও কঠোর পরিশ্রম করতে পারে তবে সে আরও ভালো হতে পারবে। দেশের সর্বকালের সেরা ফরোয়ার্ড হওয়ার সক্ষমতা তার আছে। ’
আগামী দিনে সাফে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয় ব্যাক্ত করেছেন সালাউদ্দিন। আগামী দুই বছরের মধ্যেই সাফে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা বাংলাদেশের আছে বলে মনে করেন তিনি। সালাউদ্দিন বলেন, ‘আমরা সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হতে পারিনি। তবে ভবিষ্যতে আমরা চ্যাম্পিয়ন হব। আমরা যে পথে আছি, আগামী বছর দুয়েকের মধ্যেই আমরা নিজেদের চ্যাম্পিয়ন হিসেবে দেখতে পাব। তবে আমি দলের খেলায় খুবই সন্তুষ্ট। ’
‘দলের খেলোয়াড়রা প্রমাণ করেছে তারা ভালো ফুটবল খেলতে পারে। তারা মানসম্পন্ন ফুটবল খেলতে পারে। আমরা একটা দল হয়ে খেলেছি। আমরা হয়তো দুটো ম্যাচ হেরেছি তবে আমরা লড়াই করেছি। এটা আমাদের নতুন দিনের স্বপ্ন দেখাচ্ছে। ’ যোগ করেন সালাউদ্দিন।
এবারের সাফে সমালোচকদের কড়া জবাব দিয়েছে বাংলাদেশ ফুটবল দল এমনটাই মনে করেন ফেডারেশনের সভাপতি। তিনি বলেন, ‘দল যাওয়ার আগে অনেকেই অনেক কথা বলেছিল। এই দল খারাপ করলে এদেরকে ধরব- ছিড়ব। কিন্তু আমি এই দল নিয়ে আত্মবিশ্বাসি ছিলাম। যখন আমার বাসায় কোচ এবং কিছু সিনিয়র ফুটবলার এসেছিলেন তারা আমাকে ওয়াদা করেছিলেন তারা নিজেদের শতভাগ উজার করে দেবেন। ’
‘আমি তাদেরকে বলেছিলাম তোমরা ম্যাচে জিত-হার কিন্তু মাঠে যেয়ে হারো। খেলার আগে তোমরা হেরো না, জিত না। খেলার মাঠে যেয়ে ৯০ মিনিট নিজের সেরাটা দাও এরপর দেখ কী ফলাফল হয়। তারা আমাকে যে কথা দিয়ে গিয়েছিল তারা তাদের কথা রেখেছে। ’
সাফে সেরা গোলরক্ষক হয়েছেন আনিসুর রহমান জিকো। এছাড়াও বাকিদের পারফরম্যান্স নিয়ে মন্তব্য করেন সালাউদ্দিন, ‘জিকো টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। কিছু নতুন খেলোয়াড় দারুণ পারফরম্যান্স করেছেন। লেফটব্যাকে ইসা ছিলেন অসাধারন। সেন্ট্রাল ডিফেন্সে তপু এবং তারিক কাজি দারুণ পারফরম্যান্স করেছেন। চোট পাওয়া সত্ত্বেও দারুণ খেলেছেন তারিক। মিডফিল্ডে দুই সোহেল রানা তাদের কাজ দারুণ ভাবে করেছেন। ’
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ০৯, ২০২৩
এআর/এএইচএস