ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সাধারণ মানুষের মতোই মায়ামিতে বাজার-সদাইয়ে ব্যস্ত মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
সাধারণ মানুষের মতোই মায়ামিতে বাজার-সদাইয়ে ব্যস্ত মেসি

আগামী রোববার (১৬ জুলাই) ইন্টার মায়ামির হয়ে অভিষেক হয়ে যেতে পারে লিওনেল মেসির। ইতোমধ্যে তিনি অবস্থান করছেন দক্ষিণ ফ্লোরিডায়।

গত কয়েকদিন যে স্থানটির বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যেখানে দেখা যায় সাধারণ মানুষদের মতো বাজার-সদাই করছেন আর্জেন্টাইন সুপারস্টার।  

পিএসজি ছেড়ে মেসি যখন আমেরিকান সকার ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত জানান, সেসময় বেশ কয়েকটি কারণ উল্লেখ করেন। বড় বড় ক্লাবগুলো থেকে বড় মূল্যের প্রস্তাব পেয়েও তিনি মূলত পরিবারকে আরও সময় দিতে এই ক্লাবে আসেন। কিন্তু মেসির সেই ভাবনার উল্টো হচ্ছে এখন। বিশ্বসেরা ফুটবলার হওয়ার কারণে সাধারণ জীবনযাপন করতে গিয়েও সমর্থকদের মুখোমুখি হতে হচ্ছে ৩৬ বছর বয়সী এই ফুটবলারকে।

বৃহস্পতিবার রাতে ফ্লোরিডার সবচেয়ে বড় সুপারমার্কেটে কোনোরকম নিরাপত্তাকর্মী ছাড়াই বাজার করতে আসেন মেসি। প্রথমাবস্থায় কারও নজরে না পড়ার কারণে মুদি কেনাকাটা আগেই সম্পন্ন করে নেন তিনি। কিন্তু কিছুক্ষণ পরই তৈরি হয় জটলা। সমর্থকরা এসে জড়ো করেন মেসির সঙ্গে ছবি তোলার জন্য। মেসিও মানা করেননি কাউকে। সবাইকেই অনুমতি দেন তিনি।  

এমন অবস্থা চলতে থাকলে নিরাপত্তাকর্মী ছাড়া চলতে কষ্টসাধ্য হয়ে পড়বে মেসির জন্য। তাও মিয়ামির মতো শহরে, যেখানেরে বেশিরভাগ বাসিন্দাই স্প্যানিশ। এরপর থেকে হয়তো আরও সতর্ক হবেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।