ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

সাফের দুই টুর্নামেন্টে একই গ্রুপে বাংলাদেশ-ভারত

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
সাফের দুই টুর্নামেন্টে একই গ্রুপে বাংলাদেশ-ভারত

কিছুদিন আগেই সিনিয়র সাফে দারুন পারফরম্যান্স করে সকলের ভালোবাসা কুড়িয়েছেন জামাল ভূঁইয়ারা। এবার ছোটদের পালা।

বাফুফে ভবনে আজ সাফ চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-১৯ ইভেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে।  

দুটি ইভেন্টেই ছয়টি করে দলের অংশগ্রহনে ড্র আয়োজিত হয়েছে। কারণ ফিফার নিষেধজ্ঞায় রয়েছে শ্রীলঙ্কা। অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ এবং অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে পড়েছে। অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ ভারত ও নেপাল আর অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ ভারত ও ভুটান। দুই টুর্নামেন্টেই দুই গ্রুপের দুই শীর্ষ দল সেমিফাইনাল খেলবে।

অংশগ্রহণকারী ছয়টি দলকে দু’টি ড্রতেই তিনটি পটে রাখা হয়। প্রথম পটে টুর্নামেন্টের স্বাগতিক এবং ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষস্থানধারী দল। দ্বিতীয় ও তৃতীয় পটে র‌্যাংকিং অনুসারে দু’টি করে দল। বাংলাদেশ দুই টুর্নামেন্টেই তৃতীয় পটে ছিল।  

১ থেকে ১০ সেপ্টেম্বর ভুটানের থিম্পুতে সাফ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ২১ থেকে ৩০ সেপ্টেম্বর কাঠমান্ডুতে অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বাফুফে ভবনে অনুষ্ঠিত সাফ ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।