ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

এমবাপ্পে ইস্যুতে যা বললেন রিয়াল সভাপতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
এমবাপ্পে ইস্যুতে যা বললেন রিয়াল সভাপতি

কিলিয়ান এমবাপ্পে আগামী মৌসুমে পিএসজিতে থাকবেন কি না, তা নিয়ে চলছে প্রচুর জল্পনাকল্পনা। ফ্রেঞ্চ ফরোয়ার্ড ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন চুক্তি শেষ হলে চলে যাবেন নতুন ক্লাবে।

পিএসজির সঙ্গে ২০২৪ পর্যন্তই চুক্তি আছে তার। তবে গুঞ্জন আছে পিএসজি তাকে এই মৌসুমেই বিক্রি করে দিতে চায়। তাই তার পরবর্তী গন্তব্য হিসেবে ধরা হচ্ছে রিয়াল মাদ্রিদকে। কিন্তু এমবাপ্পে প্রসঙ্গ উঠতেই রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ পরিষ্কার করে কিছু বললেন না।

গতকাল স্পেনে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যান্য স্প্যানিশ নাগরিকের মতো পেরেজও যান ভোট দিতে। তাকে সামনে পেয়েই ঘিরে ধরেন এক সাংবাদিক। জিজ্ঞেস করেন এমবাপ্পের দলবদলের গুঞ্জন নিয়ে।

পেরেজ বলেন, ‘আমি সবসময় শান্ত থাকি। আজ আমরা ভোট দেব, এর বাইরে কিছু ভাবব না, স্প্যানিয়ার্ডদের জন্য এটি (ভোট) খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ’ 

এমবাপ্পের সঙ্গে নতুন চুক্তি করতে মুখিয়ে আছে পিএসজি। লোভনীয় প্রস্তাবও দিয়েছে বলে জানায় ফরাসি গণমাধ্যম। কিন্তু কিছুতেই মন গলাতে পারছে না ক্লাবটি। তবে এমবাপ্পেকে কোনোমতেই বিনামূল্যে (ফ্রি এজেন্ট) ছেড়ে দিতে নারাজ তারা। তাই বিক্রি করতে চায় এই দলবদলেই। ফরাসি গণমাধ্যমে মতে, এই কারণেই প্রাক-মৌসুমে জাপান সফরের স্কোয়াডে রাখা হয়নি এমবাপ্পেকে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।