ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

বরজেসের হ্যাটট্রিক, বড় জয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
বরজেসের হ্যাটট্রিক, বড় জয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিলের

বিশ্বকাপে অভিষেক ম্যাচ হ্যাটট্রিক দিয়ে রাঙালেন ব্রাজিলের নারী ফরোয়ার্ড এরি বরজেস। প্রথমার্ধে দুই গোল করার পর দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে হ্যাটট্রিকের পাশাপাশি পৌঁছান এক মাইলফলকে।

সঙ্গে বিয়াতরিজ জানেরাতো হোয়াওয়ের গোলে বড় জয় নিয়ে আসর শুরু করে ব্রাজিল।

অস্ট্রেলিয়ার হিন্দমার্স স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে পানামা নারী ফুটবল দলকে ৪-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। দলটির হয়ে বিশ্বের পঞ্চম ফুটবলার হিসেবে বিশ্বকাপে অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করেন বরজেস। সর্বকনিষ্ঠ হিসেবে অবশ্য এই রেকর্ডে তিনিই প্রথম। ২০১৫ সালে সর্বশেষ এই মাইলফলকে নাম লিখিয়েছিলেন ক্যামেরুনের গায়েলে ইনগানামুইত।

দারুণ শুরুর পর এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি ব্রাজিল। ম্যাচের ১৯তম মিনিটেই দলকে এগিয়ে নেন বরজেস। দেবিনিয়ার ক্রস থেকে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন তিনি। ৩৯তম মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোলের দেখা পান এই ফরোয়ার্ড। বাঁ দিক থেকে ছুটে আসা ক্রস শুরুতে হেড নিলেও প্রতিপক্ষ গোলরক্ষক ফিরিয়ে দেন। তবে ফিরতি শটে ঠিকই জাল খুঁজে নেন বরজেস।

ছন্দে থাকা ব্রাজিল বিরতির পরও বজায় রাখে আধিপত্য। ৪৮তম মিনিটে ব্যবধান আরও বাড়ান বিয়াতরিজ জানেরাতো। জোড়া গোল করা বরজেসের বক্স থেকে পাওয়া পাস সহজ শটে জালে পাঠান তিনি। ৭০তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন বরজেস। বাঁ দিক থেকে আসা ক্রস দারুণ এক হেডে জালে পাঠান তিনি।  

গ্রুপ ‘এফ’ থেকে নিজেদের পরবর্তী ম্যাচে আগামী শনিবার (২৯ জুলাই) ফ্রান্সের মুখোমুখি হবে সেলেসাও মেয়েরা।  

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।