ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

এশিয়ান গেমসে জামালদের গ্রুপে ভারত-চীন, সাবিনারা পেলেন জাপানকে

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
এশিয়ান গেমসে জামালদের গ্রুপে ভারত-চীন, সাবিনারা পেলেন জাপানকে

আজ (২৭ জুলাই) বিশ্বকাপ বাছাইপর্বের ড্র আয়োজিত হয়েছে। একই দিনে এশিয়ান গেমসেরও ড্র আয়োজিত হলো।

এশিয়ান গেমসের ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ পুরুষ ফুটবল দল। অন্যদিকে নারী ফুটবল দল খেলবে ‘ডি’ গ্রুপে।

‘এ’ গ্রুপে বাংলাদেশ-মায়ানমারের পাশাপাশি রয়েছে ভারত ও চীনের মতো শক্তিশালী দলও। আর সাবিনাদের প্রতিপক্ষ জাপান, ভিয়েতনাম ও নেপাল। আগামী সেপ্টেম্বরে চীনের হাংজুতে হবে এশিয়ান গেমস।

এই গেমসের জন্য ২২ সদস্যের বাংলাদেশ দল আগেই ঘোষণা হয়েছে। জামাল ভূঁইয়া, ইব্রাহিম ও রবিউল তিনজন সিনিয়র খেলোয়াড় আর স্কোয়াডের বাকি সবাই অনূর্ধ্ব -২৩ বয়সী। ১৯ থেকে ২৭ সেপ্টেম্বর হবে ফুটবলের ম্যাচগুলো।

পুরুষ ফুটবলে অ-২৩ দল খেললেও নারী বিভাগে খেলবে জাতীয় দলই। তবে জাতীয় দলে কোচ হিসেবে এশিয়ান গেমসে কে দায়িত্ব পালন করবেন তা এখনো ঠিক করতে পারেনি বাফুফে। বিওএকে পাঠানো প্রথম তালিকায় সাবিনাদের কোচ হিসেবে গোলাম রব্বানী ছোটনের নাম ছিল।

তবে তার পদত্যাগের পর সাইফুল বারী টিটুকে কোচ হিসেবে নিয়োগ দেয় বাফুফে। তবে কোচ হিসেবে এখনো তার নাম নিবন্ধন করানো সম্ভব হয়নি। বিওএ চেষ্টা করে এখনো কোনও ইতিবাচক ফল পায়নি। টিটুর নাম নিবন্ধন করানো সম্ভব না হলেও মাহবুবুর রহমান লিটুই সাবিনাদের কোচ হিসেবে যাবেন এশিয়ান গেমসে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।