ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

ফুটবল

একদিন পেছাল আবাহনীর এএফসি কাপের ম্যাচ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৩
একদিন পেছাল আবাহনীর এএফসি কাপের ম্যাচ

এএফসি কাপে ঢাকা আবাহনীর প্লে-অফ ম্যাচ নির্ধারিত ছিল আগামী ১৫ আগস্ট।  সেই ম্যাচটি একদিন পিছিয়ে ১৬ আগস্ট পুনঃনির্ধারিত হয়েছে।

 

ম্যাচের দিন বদল হলেও সময় ও ভেন্যু অবশ্য অপরিবর্তিত রয়েছে। সিলেট জেলা স্টেডিয়ামে আবাহনী মালদ্বীপের ক্লাব ঈগলসের বিপক্ষে লড়বে ১৬ আগস্ট দুপুর ৩টায়।

ম্যাচটি একদিন পেছানোতে সায় দিয়েছে আবাহনীর প্রতিপক্ষ ক্লাবটি। ঈগলসের সম্মতিতে এশিয়ান ফুটবল কনফেডারেশনও (এএফসি) ম্যাচটি একদিন পিছিয়ে আয়োজন করছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে পুনঃনির্ধারিত সময়সূচি আনুষ্ঠানিকভাবে নিশ্চিতও করেছে এএফসি। বাংলাদেশের মতো একদিন পিছিয়ে ভারতেও এএফসি কাপের ম্যাচ অনুষ্ঠিত হবে।

আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামাল। ১৫ আগস্ট শেখ কামালের প্রয়াণ দিবসে আবাহনী ঘরোয়া পর্যায়ের কোনো খেলায় সেদিন অংশগ্রহণ করে না। এবার আন্তর্জাতিক ম্যাচ পড়ে যায় ক্লাবের শোকের দিন। অন্যদিকে এএফসি কাপে ১৫ আগস্ট খেলা ছিল ভারতের ক্লাবেরও। সেদিন আবার ভারতের স্বাধীনতা দিবস। ভারত এবং বাংলাদেশ উভয় দেশের ক্লাবের আবেদনের পরিপ্রেক্ষিতে ম্যাচটি একদিন পিছিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, ২৯ জুলাই, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।