নব্বইয়ের দশকে বাংলাদেশের ফুটবলাররা কলকাতার লিগে খেলেছেন। সেখানে বাংলাদেশের সাবেক অধিনায়ক প্রয়াত মোনেম মুন্না অনেক জনপ্রিয়তা অর্জন করেছিলেন ইস্ট বেঙ্গলের হয়ে।
১ আগস্ট ইস্ট বেঙ্গল ক্লাবের ১০৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। সেই দিন ক্লাবটি বাংলাদেশের ৪ সাবেক ফুটবলার, একজন সংগঠক ও একজন সঙ্গীত শিল্পীকে সম্মাননা জানাবে। বাংলাদেশের যারা ইস্টবেঙ্গল ক্লাবের সংবর্ধনা পাচ্ছেন তারা হলেন- ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, প্রয়াত ফুটবলার মোনেম মুন্না, রুমি রিজভি করিম, গোলাম গাউস, আবাহনীর পরিচালক হারুনুর রশিদ ও সংগীত শিল্পী মেহরিন মাহমুদ।
সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে গতকাল কলকাতা পৌঁছেছেন সাবেক তারকা ফুটবলার এবং এক সময় ইস্টবেঙ্গলের হয়ে কলকাতার মাঠ কাঁপানো শেখ মোহাম্মদ আসলাম।
আজ দুপুরে কলকাতা গেলেন ইস্টবেঙ্গলের হয়ে খেলা আরেক ফুটবলার গোলাম গাউস। তার সঙ্গে ছিলেন প্রয়াত মোনেম মুন্নার স্ত্রী সুরভী মোনেম এবং আবাহনীর পরিচালক হারুনুর রশিদ।
বাংলাদেশের যে কয়জন ফুটবলার কলকাতা লিগে খেলেছেন তাদের মধ্যে বেশি সাড়া জাগিয়েছিলেন মুন্না। কলকাতায় আজও তার জনপ্রিয়তা আকাশচুম্বী। সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তার স্ত্রী সুরভী মোনেম।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
এআর/আরইউ