ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

ফুটবল

আল নাসরে রোনালদোর সতীর্থ হলেন মানে

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ২, ২০২৩
আল নাসরে রোনালদোর সতীর্থ হলেন মানে

স্বাস্থ্য পরীক্ষা আগেই সম্পন্ন হয়েছিল সাদিও মানের। এবার আনুষ্ঠানিকভাবে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন সেনেগালিজ উইঙ্গার।

সৌদি ক্লাবটিতে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সতীর্থ হিসেবে দেখা যাবে তাকে।

সামাজিক যোগাযোগের মাধ্যমে আজ মঙ্গলবার মানের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে আল নাসর। ক্লাবটির টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় দুইবারের আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড় মানে বলেন, ‘এই ক্লাবের অংশ হতে পেরে আমি দারুণ খুশি। সবার সঙ্গে দেখা করার অপেক্ষা আর শেষ হচ্ছে না। ’
আল নাসরে মানে ১০ নম্বর জার্সি পরে খেলবেন।

জার্মান সংবাদমাধ্যমগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, আল নাসরের সঙ্গে মানের চুক্তির আর্থিক মূল্য ২৪ মিলিয়ন পাউন্ড। এর সঙ্গে যুক্ত হবে ১০ মিলিয়ন বোনাসও। 'স্কাই স্পোর্টস' জানিয়েছে, আল নাসরে মানের সাপ্তাহিক বেতন হবে ৬ লাখ ৫০ হাজার পাউন্ড, যা তাকে সৌদি আরবে সবচেয়ে বেশি বেতনের খেলোয়াড়দের তালিকায় জায়গা করে দিয়েছে। সবমিলিয়ে বছরে মানের বেতন ৩৪ মিলিয়ন পাউন্ড।

আল নাসরে মানের চেয়ে বেশি বেতন পাচ্ছেন রোনালদো। সবমিলিয়ে সপ্তাহে তাঁর বেতন প্রায় ৩.৪ মিলিয়ন পাউন্ড। বছরের হিসাবে যা প্রায় ১৭৭ মিলিয়ন পাউন্ড। বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি বেতনের ফুটবলারও তিনিই।


এর আগে লিভারপুল থেকে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার এক বছর পূর্ণ হতেই জার্মানি ছাড়তে হয় মানেকে। খুব বেশি সময় না কাটালেও বুন্দেসলিগার ক্লাবটি থেকে বিদায় নিয়ে কষ্ট পেয়েছেন সেনেগালের এই ফুটবল তারকা।

 অল রেডসদের হয়ে দারুণ ফর্মে ছিলেন মানে। দলটির হয়ে জিতেছেন বেশ কয়েকটি শিরোপাও। কিন্তু ফর্মে থাকতেই জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের কাছে তাকে বিক্রি করে দেয় তারা। পরে বুন্দেসলিগায় এসে তেমন ভালো ফর্ম দেখাতে পারেননি সেনেগালিজ এই ফরোয়ার্ড। ৩৮ ম্যাচ খেলে তিনি করেছেন মাত্র ১২ গোল।  

শুধু যে ফর্মে ছিলেন না তা নয়। বরং ঝামেলায়ও জড়িয়েছেন তিনি। আরেক ফরোয়ার্ড লিরয় সানের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে শাস্তিও পেয়েছিলেন। এতকিছুর পরও শেষ পর্যন্ত ছাড়তে হয়েছে ক্লাব। আগামী মৌসুম থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে খেলবেন তিনি। তবে বায়ার্ন ছেড়ে যে কষ্ট পেয়েছেন তা খোলাখুলি জানিয়ে দিয়েছেন তিনি।  

জার্মানির ‘স্কাই স্পোর্টসকে’ তিনি বলেন, ‘এফসি বায়ার্ন থেকে বিদায় নেওয়াটা কষ্টের। আমি এভাবে বিদায় নিতে চাইনি। আমি জানি আমি ক্লাবটির হয়ে এই মৌসুমে ভালো করতে পারতাম। আমি এই মৌসুমে সবাইকে সেটির প্রমাণ দিতাম। যাই হোক, ক্লাব এবং সমর্থক সবার জন্য শুভকামনা। ’

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, আগস্ট ০২, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।