ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ব্রাজিল-আর্জেন্টিনার বিদায়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, আগস্ট ২, ২০২৩
বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ব্রাজিল-আর্জেন্টিনার বিদায়

একইদিনে মেয়েদের ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল দক্ষিণ আমেরিকার দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা।  

পানামার বিপক্ষে ৪-০ গোলে জয় দিয়ে আসর শুরু করা ব্রাজিল দ্বিতীয় ম্যাচেই ২-১ গোলে হেরে গিয়েছিল ফ্রান্সের কাছে।

গ্রুপ-‘এফ’ এ আজ জ্যামাইকার বিপক্ষে তাই জয়ের বিকল্প ছিল না তাদের সামনে। কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচে গোলশূন্য ড্র করায় ছিটকে গেছে ব্রাজিল। ৩ ম্যাচে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। একই গ্রুপের আরেক ম্যাচে পানামাকে বিধ্বস্ত করে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে ফ্রান্স। এই গ্রুপ থেকে তাদের সঙ্গী হয়েছে জ্যামাইকা।

অন্যদিকে নিউজিল্যান্ডের ওয়াইকাটো স্টেডিয়ামে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে সুইডেনের কাছে ২-০ গোলে হেরেছে আর্জেন্টিনার মেয়েরা। এই হারে কোনো ম্যাচ না জিতেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিল দলটি। এর আগে ইতালির কাছে হার দিয়ে আসর শুরু করা আর্জেন্টিনা নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল। ৩ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপের শেষ স্থানে থেকে বিদায় নিল তারা। আর ৩ ম্যাচের সবগুলোতেই জিতে শেষ ষোলোয় উঠেছে সুইডেন। আরেক ম্যাচে ইতালিকে হারিয়ে সুইডেনের সঙ্গী হয়েছে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, আগস্ট ০২, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।