ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

হাঁটুর চোটে কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেলেন জেসুস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৩
হাঁটুর চোটে কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেলেন জেসুস

এখনও শুরু হয়নি নতুন মৌসুম, এর আগেই চোট পেলেন গ্যাব্রিয়েল জেসুস। হাঁটুতে আঘাত পেয়ে কয়েক সপ্তাহের জন্য আর্সেনাল থেকে ছিটকে গিয়েছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

 

বুধবার এমিরেটস কাপে মোনাকোর বিপক্ষে দেখা যায়নি জেসুসকে। ম্যাচটিতে টাইব্রেকারে গিয়ে জয়লাভ করে মিকেল আর্তেতার শিষ্যরা। ম্যাচটি শুরু হওয়ার আগেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের চোটের বিষয় প্রকাশ করে ক্লাবটি।  

মোনাকোর বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে আর্তেতা বলেন, ‘তার (জেসুস) এবারের চোট আগের চোট ও অস্ত্রোপচারের সঙ্গে সম্পর্কিত। দুর্ভাগ্যবশত আজ সকালে সে…হাঁটুতে কিছুটা অস্বস্তি বোধ করে, কিছু সমস্যা ধরা পড়ে। এটা গুরুতর কিছু নয়, তবে মনে হচ্ছে সে কয়েক সপ্তাহের জন্য বাইরে থাকবে। ’

গত মৌসুমে আর্সেনালের হয়ে ২৬ ম্যাচে ১১ গোল করে জেসুস। তার ক্লাব আশা জাগিয়েও সেবার জিততে পারেনি শিরোপা।  

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।