মাত্র ১০ বছর বয়সেই বলিভিয়ার শহর এল আল্টোতে জার্সি হাতে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন এরিক ক্যালেজাস। নিজের রেফারি বাবা রামিরোর দ্বারা অনুপ্রাণিত হয়ে স্থানীয় খেলাগুলোতে রেফারির দায়িত্ব পালন করতে থাকে ছোট্ট বালকটি।
নিজের সন্তানের এমন আগ্রহ দেখে গর্বিত বাবা রামিরো। তিনি বলেন, ‘শনি-রোববার আমি আমার ছোট সহকর্মী, আমার ছেলে, এরিকের সাথে রেফারির দায়িত্ব পালন করি। আমি খুব গর্বিত, আমার কাজে আমার ছেলের এত আগ্রহ। ’
মেয়েদর ফুটবল লীগে একটি চ্যাম্পিয়নশিপ ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছিলেন ক্যালেজাস। রেফারি হওয়ার জন্য যেসব গুণাবলি সবগুলোই তার আছে বলে মনে করেন স্থানীয়রা। কমিউনিটি ম্যাচগুলোতেও রেফারির দায়িত্ব পালন করে সে।
তার মা পাশে থেকে ঘনিষ্ঠভাবে ম্যাচগুলি দেখেন এবং জানান, ‘আমি মনে করি রেফারি হওয়ার জন্য তার জন্ম হয়েছে। সে খুবই প্রতিভাবান। আমি তার রেফারি পছন্দ করি। ’
নিজের রেফারির দায়িত্ব এই ম্যাচগুলোতেই সীমাবদ্ধ রাখতে চান না ক্যালেজাস। বড় বড় আসরগুলোতে রেফারির দায়িত্ব পালন করতে চান তিনি, ‘আমার স্বপ্ন হল বলিভিয়ান ডার্বির ম্যাচে রেফারি করা, ভবিষ্যতে একজন ফিফা রেফারি হওয়া যাতে আমি বিশ্বকাপ, আমেরিকা কাপ, লিবারেটরস কাপ এবং চ্যাম্পিয়ন্স লীগে যেতে পারি। ’
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৩
আরইউ