ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

ফুটবল

১০ মিনিটেই শেষ মেসির প্রথম অ্যাওয়ে ম্যাচের টিকিট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৩
১০ মিনিটেই শেষ মেসির প্রথম অ্যাওয়ে ম্যাচের টিকিট

পিএসজি ছেড়ে লিওনেল মেসি যখন ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন তখন থেকেই যুক্তরাষ্ট্রের ফুটবলপ্রেমীদের মাঝে সৃষ্টি হয় উন্মাদনার। বিশ্বের সেরা ফুটবলারকে একনজর দেখার জন্য তারা বড় অঙ্কের অর্থ খরচ করে এসেছে স্টেডিয়ামে।

মেসিও সেটির প্রতিদান দিয়ে যাচ্ছেন। এবার অ্যাওয়ে ম্যাচেও ঘটেছে একই কাণ্ড।

আগামী রোববার নিজের প্রথম অ্যাওয়ে ম্যাচে লিগস কাপের শেষ ষোলোয় এফসি ডালাসের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। ম্যাচটির টিকিট বাজারে ছাড়ার ১০মিনিটের মধ্যেই সব বিক্রি হয়ে গিয়েছে! টেক্সাসের টয়োটা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি ঘিরে মেসিভক্তদের উন্মাদনা বেড়েই চলছে।  

এক প্রতিবেদনে ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোলডটকম জানায়, প্রথমে ম্যাচটির টিকিট ছাড়া হয়েছিলো ২৯৯ ডলারে। পরে সেটি গিয়ে ঠেকেছে ৬০০ ডলারে! মার্কা জানায় মেসির পায়ের যাদু দেখার জন্য এই মূল্যও কম মনে হচ্ছে ফুটবলপ্রেমীদের। কেউ কেউ এক টিকিটের জন্য ৯ হাজার ডলারের বেশিও খরচ করতে রাজি আছেন।  

মেসিকে ঘিরে এই উন্মাদনা অবশ্য নতুন কিছু নয়। আমেরিকান সকার ক্লাবটিতে তিনি যোগ দেওয়ার পর থেকেই এটি চলছে। এরই ধারাবাহিকতায় মেসির প্রথম ম্যাচের টিকিটি বিক্রি হয়েছিল ১ লাখ ১০ হাজার ডলারে! মেজর লিগ সকারের কোনো দলের ম্যাচের টিকেটে যা রেকর্ড।

অবশ্য এত মূল্যে টিকিট কিনে ঠকছেন না দর্শকরাও। মেসি মাঠে পায়ের যাদু দেখিয়েই চলছেন। যে ক্লাবটি টানা দুই মাস ও ১১ ম্যাচ ছিল জয়হীন, সেই ইন্টার মায়ামিই এখন ছুটছে দুর্বার গতিতে, জিতেছে টানা তিন ম্যাচ। নিজের প্রথম ম্যাচে বদলি নেমে ক্রুস আজুলের বিপক্ষে ফ্রি-কিক গোল করে শুরুটা করেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।  

পরের ম্যাচেই আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে তার জোড়া গোলে ৪-০ ব্যবধানে জিতে নকআউট পর্বে ওঠে ইন্টার মায়ামি। আর সবশেষ অরল্যান্ডো সিটির বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচেও জোড়া গোল করেন তিনি, তার দল জেতে ৩-১ গোলে।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।