ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

এএফসি কাপের জন্য প্রস্তুত কিংস অ্যারেনা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৩
এএফসি কাপের জন্য প্রস্তুত কিংস অ্যারেনা

বাংলাদেশের ফুটবল অঙ্গনে পা রেখেই সব হিসাব-নিকাশ বদলে দিতে শুরু করেছে বসুন্ধরা কিংস। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ক্লাবটি অভিষেকেই হ্যাটট্রিক লিগ শিরোপা জিতে নতুন দিনের জানান দিয়েছিল।

এবার টানা চতুর্থ শিরোপা জিতে নতুন ইতিহাস গড়েছে ২০১৮ সালে ঘরোয়া শীর্ষ লিগে যাত্রা শুরু করা দলটি।  

মাঠের ফুটবলে পরিবর্তন আনার পাশাপাশি অবকাঠামোও বদলে দিচ্ছে বসুন্ধরা। তাদের নিজস্ব স্টেডিয়াম বসুন্ধরা কিংস অ্যারেনায় আছে আধুনিক সকল সুযোগ-সুবিধা। এ বছর আন্তর্জাতিক ইভেন্ট এএফসি কাপ আয়োজনের জন্যও প্রস্তুত কিংস অ্যারেনা। কিছুদিন আগেই এএফসির প্রতিনিধী দল পরিদর্শন করে বসুন্ধরা কিংস অ্যারেনা।  

এএফসি কাপের ম্যাচ আয়োজনের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতিই এ মাসের মধ্যেই নেয়া হবে বলে জানিয়েছেন বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান। তিনি বলেন, ‘এএফসি প্রতিনিধি দল কিছুদিন আগেই আমাদের এখানে পরিদর্শন করে গেছেন। তাদের কিছু চাহিদা ছিল। আমরা সেগুলো পূরণ করতে কাজ করছি। আশা করি এ মাসের মধ্যেই সব প্রস্তুতি শেষ হবে। এ বছর এই মাঠেই আমরা এএফসি কাপের ম্যাচের আয়োজত হতে পারবো। ’

এমন সুযোগে উচ্ছ্বসিত বসুন্ধরা কিংসের কোচ অস্কারও ব্রুজোনও। তিনি বলেন, ‘আমরা বসুন্ধরা কিংস অ্যারেনায় এএফসি কাপের ম্যাচ খেলতে পারলে বিষয়টা দারুণ হবে। সমর্থকদের পাশে পাওয়া যাবে। ’

বসুন্ধরা কিংস অ্যারেনায় এখনো হারের রেকর্ড নেই ক্লাবটির। এএফসি কাপের ম্যাচ এখানে আয়োজিত হলে এই বিষয়টা খেলোয়াড়দের বাড়তি অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন অস্কার।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।