ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

পাঁচ বছরের চুক্তিতে ম্যানচেস্টার সিটিতে ভার্দিওল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৩
পাঁচ বছরের চুক্তিতে ম্যানচেস্টার সিটিতে ভার্দিওল

গুঞ্জন চলছিল বেশ কয়েকদিন ধরেই, এবার এলো অফিসিয়াল খবর। পাঁচ বছরের জন্য ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন ক্রোয়েশিয়ার ডিফেন্ডার ইয়োশকো ভার্দিওল।

এর আগে তারই জাতীয় দলের সতীর্থ মাতেও কোভাচিচকে দলে ভিড়িয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।  

এক বিবৃতিতে আজ ম্যানচেস্টার সিটি জানায়, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আরবি লাইপজিগ থেকে পাঁচ বছরের জন্য ইয়োশকো ভার্দিওলের সঙ্গে চুক্তি করা হয়েছে। ’ চুক্তির আর্থিক বিষয়াদি এখনও প্রকাশ করা হয়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান বলছে ক্রোয়াট এই ডিফেন্ডারের জন্য ৯০ মিলিয়ন ইউরো খরচ করতে হয়েছে সিটিজেনদের।

কোভাচিচের মতো ভার্দিওলেরও প্রফেশনাল ক্যারিয়ার শুরু হয় দিনামো জাগরেব থেকে। ২০২১ সারে ক্লাবটি থেকে তিনি যোগ দেন আরবি লাইপজিগে। অল্প সময়েই জার্মান ক্লাবটির গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত দলটির হয়ে ৮৭ ম্যাচ খেলে পাঁচ গোল করার পাশাপাশি অবদান রাখেন তিনটিতে।

ক্রোয়েশিয়া জাতীয় দলেও গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন ভার্দিওল। আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ২১ ম্যাচ খেলে দুই গোল করেছেন তিনি। ক্রোয়াটদের ২০২২ সালের কাতার বিশ্বকাপে তৃতীয় হওয়া এবং গত নেশন্স লিগে রানার্সআপ হওয়ার পথে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।