ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে প্রথমবার সেমিতে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে প্রথমবার সেমিতে অস্ট্রেলিয়া সংগৃহীত ছবি

২০২৩ নারী বিশ্বকাপের অন্যতম ফেবারিট ফ্রান্সকে রোমাঞ্চকর টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠল অস্ট্রেলিয়া।  

ব্রিসবেন স্টেডিয়ামে আজ কোয়ার্টার ফাইনালের ম্যাচটিতে ১২০ মিনিটের খেলা ০-০ গোলে শেষ হয়।

এরপর টাইব্রেকারে দুই দল শট নেয় ২০ বার। যেখানে ৭-৬ গোলে জিতে শেষ চার নিশ্চিত করে বিশ্বকাপের সহ-আয়োজক অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার হয়ে জয়সূচক স্পট-কিক নেন কোর্টনি ভাইন। এর আগে ফ্রান্সের ভিকি বেচোর শট পোস্টে লাগে। শুট-আউটে মোট ৪টি শট ঠেকান অস্ট্রেলিয়ার গোলকিপার ম্যাকেঞ্জি আর্নল্ড। এর মধ্যে কেঞ্জা ডালির দুটি শট ব্যর্থ করে দেন অস্ট্রেলিয়ার গোলকিপার। প্রথমবার লাইন থেকে বেরিয়ে যাওয়ার কারণে রিটেক নেওয়া হয়।

আর্নল্ড পরে দলের পঞ্চম শটটি নিজেই নেন। তার শট ফরাসি গোলরক্ষক ইভ পেরিসেট ঠেকিয়ে দিলে বল পোস্টে লাগে। গ্যালারিতে উপস্থিত প্রায় ৫০ হাজার অস্ট্রেলিয়া সমর্থক যেন হতাশায় মুষড়ে পড়েন। কিন্তু শেষ পর্যন্ত স্বাগতিকরাই ম্যাচ জিতে নেয় এবং প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখে। এর আগের দিন আসরেই তারা কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিল।

আগামী ১৬ আগস্ট সিডনিতে ইংল্যান্ড অথবা কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া।  

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।