ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ড্রয়ে মৌসুম শুরু চেলসি-লিভারপুলের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
ড্রয়ে মৌসুম শুরু চেলসি-লিভারপুলের

মাঠের বাইরে ব্রাইটনের মিডফিল্ডার মোয়েসেস কায়সেদোকে নিয়ে রশি টানাটানি চলছে চেলসি ও লিভারপুলের মধ্যে। সেই লড়াইয়ে এখন পর্যন্ত কেউ জিততে পারেনি।

এবার মাঠের লড়াইয়েও জয়ের মুখ দেখলো না দুই ইংলিশ জায়ান্ট।

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুটা ১-১ গোলে ড্র দিয়ে হলো চেলসি-লিভারপুলের। দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। এর বাইরে দুটি গোল ভিএআরে বাতিল হয়েছে।  

গত মৌসুমে ১২ নম্বরে থেকে লিগ শেষ করা চেলসি এবারের গ্রীষ্মে মাওরিসিও পচেত্তিনোর কাঁধে কোচের দায়িত্ব তুলে দিয়েছে। আর্জেন্টাইন কোচের শুরুটা অবশ্য খুব একটা খারাপ হয়নি।

এদিকে ব্রিটিশ রেকর্ড ১১১ মিলিয়ন পাউন্ডে ইকুয়েডরের ফুটবল তারকা কায়সেদোকে দলে ভেড়ানোর প্রস্তাব দিয়েছে লিভারপুল। কিন্তু ব্রাইটন মিডফিল্ডার নিজে যেতে চান চেলসিতে। এর মধ্যেই দুই দল মাঠের লড়াইয়ে নেমে যায়। দুই দলই দারুণ সব আক্রমণ শানিয়েছে। কিন্তু রক্ষণে দুই দলেরই দুর্বলতা প্রকাশ পেয়েছে। কেন তারা কায়সেদোকে চায়, তাও অনেকটা পরিষ্কার।

প্রথমদিকে আক্রমণের দিক থেকে এগিয়ে ছিল লিভারপুল। মোহামেদ সালাহর একটি শট বারে লাগলেও ১৮তম মিনিটে তার পাস থেকেই গোল আদায় করে নেন লুইস দিয়াজ। অন্যদিকে নতুন কোচ মাউরিসিও পচেত্তিনোর অধীনে প্রথম ম্যাচে জয় পেতে মরিয়া চেষ্টা চালিয়েছে চেলসি। ৩৭তম মিনিটে লিভারপুলের রক্ষণ সেট-পিস ক্লিয়ার করতে ব্যর্থ হলে ছয় গজ বক্স থেকে লক্ষ্যভেদ করেন চেলসির নতুন সাইনিং আক্সেল দিসাসি।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।