ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

জয়পুরহাটে ফুটবল একাডেমি উদ্বোধন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
জয়পুরহাটে ফুটবল একাডেমি উদ্বোধন 

জয়পুরহাট: "ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল-মাদক ছেড়ে খেলতে চল" এই স্লোগানে জয়পুরহাট-ধামইরহাট সীমান্ত এলাকায় মঙ্গলবাড়ী ফুটবল একাডেমি নামে একটি ক্রীড়া সংগঠন উদ্বোধন হয়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে মঙ্গলবাড়ী ফুটবল মাঠে বাংলাদেশ জাতীয় দলের ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা এ একাডেমির শুভ সূচনা ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন- স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মঙ্গলবাড়ী ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ইয়াছিন আরাফাত আকাশ, সহ-সভাপতি হানিফ উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক শিবলী হোসেন, উপদেষ্টা আবাবিল হোসেন, লিটু হোসেন, সদস্য মনোয়ারুল কাইছার, সপ্তম চৌধুরী, জুয়েল হোসেন, প্রধান কোচ কানাই চন্দ্র দাস, জাহানপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কল্লোল হাসান শুভ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট ধারাভাস্যকার মো. হোসেন আলী।

আয়োজকরা জানায়, মাত্র ৭৫ জন ছেলে-মেয়েকে দিয়ে আমাদের এই সংগঠনটি যাত্রা শুরু করলো। তবে যেহেতু আমাদের এই সংগঠনের সভাপতি জাতীয় দলের ফুটবলার টুটুল হোসেন বাদশা, সেহেতু আমরা খুব শিগগিরই দক্ষ ও ভাল মানের খেলোয়ার গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ১৮ আগস্ট, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।