ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

আফগানিস্তানের বিপক্ষে ভালো কিছুর প্রত্যাশা ইমরুল হাসানের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
আফগানিস্তানের বিপক্ষে ভালো কিছুর প্রত্যাশা ইমরুল হাসানের

আন্তর্জাতিক ম্যাচে অভিষেকের অপেক্ষা ফুরাচ্ছে বসুন্ধরা কিংস অ্যারেনার। বাংলাদেশ-আফগানিস্তানের ফিফা প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে প্রবেশ করবে ভেন্যুটি।

ম্যাচটিকে সামনে রেখে আজ থেকে জাতীয় দলের অনুশীলন শুরু হয়েছে সেখানে।

প্রথম দিনের অনুশীলন দেখতে কিংস অ্যারেনায় এসেছিলেন বাফুফে কর্মকর্তারা। উপস্থিত ছিলেন বসুন্ধরা কিংসের সভাপতি এবং বাফুফের সহ-সভাপতি ইমরুল হাসানও। প্রথম দিনের অনুশীলন দেখে ভালো ফলের প্রত্যাশাই ব্যক্ত করেছেন তিনি।

আবাহনী এবং বসুন্ধরার এএফসি কাপের ম্যাচ থাকার ফলে অধিকাংশ ফুটবলারই ক্যাম্পে যোগ দিতে পারেননি। আজ ক্যাম্পে ১৩ জন ফুটবলার যোগ দিয়েছেন। তারা অনুশীলন করেছেন। প্রথম দিনের অনুশীলন দেখে ইমরুল হাসান বলেন, ‘আজকে প্রথম দিন এবং অধিকাংশ ফুটবলারই অনুপস্থিত। আবাহনী এবং বসুন্ধরা কিংসের ফুটবলাররা এএফসি কাপের ম্যাচ খেলবে। তারা কিছুদিন পরে দলের সঙ্গে যোগ দিবে। যারা আছে তাদের অনুশীলন দেখে আমরা আশাবাদী। আফগানিস্তানের বিপক্ষে সম্মানজনক একটা ফলাফল এনে দিবে ওরা। ’

ম্যাচের আগেই স্টেডিয়ামের সব সংস্কার কাজ শেষ হয়ে যাবে বলে আশাবাদী ইমরুল হাসান। আগে থেকেই স্টেডিয়ামের সংস্কার কাজ চলছিল। বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচকে সামনে রেখে কাজের গতি আরও বাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইমরুল হাসান।  

তিনি বলেন, ‘আমাদের আগে থেকেই প্রস্তুতি চলছিল। আপনারা জানেন আমরা বসুন্ধরা কিংসের এএফসি কাপের প্রথম ম্যাচে কিংস অ্যারেনাকে হোম ভেন্যু হিসেবে চেয়েছি। সে হিসেবে আমরা আমাদের কাজ এগিয়ে নিচ্ছিলাম। যেহেতু এখানে বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচ আয়োজিত হবে; আমরা আমাদের কাজের গতি বাড়িয়ে দিয়েছি। আশা করি এই মাসের মধ্যেই আমরা সব কাজ করে ফেলতে পারবো। ’
 
স্টেডিয়ামের সংস্কার কাজে সবচাইতে বড় চ্যালেঞ্জ ছিল গ্যালারিতে চেয়ার বসানো। সেই চ্যালেঞ্জ অনেকটাই উতরে গেছে কিংস কর্তৃপক্ষ। ইমরুল হাসান বলেন, ‘আমাদের মূল চ্যালেঞ্জ ছিল গ্যালারিতে চেয়ার বসানো। আশা করি ২৫-২৬ আগস্টের মধ্যে আমরা চেয়ার বসানোর কাজ শেষ করতে পারবো। এএফসির কিছু রিকোয়ারমেন্ট ছিল ডোপ টেস্ট, ব্রডকাস্টিং রুম এসব আরও কিছু রুমের। আশা করি ৭-৮ দিনের মধ্যেই রুমের কাজগুলোও শেষ হয়ে যাবে। ’ 

বাংলাদেশের কোনো ক্লাবের নিজস্ব ভেন্যুতে এই প্রথম জাতীয় দলের ম্যাচ আয়োজিত হতে যাচ্ছে। এই সাফল্য শুধু বসুন্ধরার না ফুটবলের সঙ্গে সম্পৃক্ত প্রত্যেকের বলে মনে করেন কিংসের সভাপতি। ইমরুল হাসান বলেন, ‘এটা শুধু আমাদের জন্য না, বাংলাদেশের ফুটবলের সঙ্গে যারা জড়িত তাদের সকলের জন্যই একটা বড় প্রাপ্তি বলবো আমি। ’

‘কোনো ক্লাবের নিজস্ব মাঠ আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা পাচ্ছে এটা অন্যন্য ক্লাবকে উদ্বুদ্ধ করবে নিজেদের মাঠ করার জন্য। এভাবে অন্যন্য ক্লাবের মাঠ আন্তর্জাতিক মর্যাদা পেলে বাংলাদেশের ফুটবলে মাঠের যে সংকট তা কেটে যাবে। এবং ফুটবলে কিছুটা প্রাণ ফিরে আসবে বলে মনে করি আমি। ’

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।