ইংলিশ প্রিমিয়ার লিগে গ্রীষ্মকালীন দলবদল শেষ হতে এখনো প্রায় সপ্তাহখানেক বাকি। কিন্তু এরই মধ্যে রেকর্ড অর্থ খরচ করেছে ক্লাবগুলো।
এবারের দলবদল শুরু হয়েছে গত ১৪ জুন। এখন পর্যন্ত ১০ কোটি বা তার বেশি পাউন্ডের সাইনিং হয়েছে দুটি। ব্রাইটন থেকে ১১.৬ কোটি ইউরোতে ইকুয়েডরের মিডফিল্ডার মোয়েসেস কায়সেদোকে দলে ভিড়িয়েছে চেলসি। বাকি ক্লাবগুলোর থেকে এবার সবচেয়ে বেশি অর্থ খরচ (৪০১.১০ মিলিয়ন ইউরো) খরচ করেছে তারা। নতুন ফুটবলার কিনেছে ৯ জন।
অন্যদিকে ওয়েস্ট হামকে ১১.৬৬ কোটি পাউন্ড দিয়ে ডেকলান রাইসকে কিনেছে আর্সেনাল। খেলোয়াড় কেনায় এখন পর্যন্ত তাদের খরচ হয়েছে ২৩৪.৯৪ মিলিয়ন ইউরো।
বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি এই সপ্তাহেই ৫৫ মিলিয়ন পাউন্ড দিয়ে বেলজিয়ান মিডফিল্ডার জেরেমি দোকুকে দলে ভিড়িয়েছে। এছাড়া ডিফেন্ডার ইয়োস্কো ভার্দিওলকে নিতে তাদের খরচ হয়েছে ৯০ মিলিয়ন ইউরো। ম্যানচেস্টার ইউনাইটেডে এবার সবচেয়ে দামী খেলোয়াড় ড্যানিশ স্ট্রাইকার রাসমুস হইলুন। যার জন্য ৭২ মিলিয়ন পাউন্ড ব্যয় হয়েছে তাদের।
এদিকে আগামী ১ সেপ্টেম্বর শেষ হবে প্রিমিয়ার লিগের দলবদল।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
এএইচএস