ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

এমবাপ্পের জোড়া গোলে পিএসজির জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
এমবাপ্পের জোড়া গোলে পিএসজির জয়

রিয়াল মাদ্রিদে যাওয়া নিয়ে বহু নাটকীয়তার পর আপাতত এক মৌসুম পিএসজিতেই থেকে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। ধীরে ধীরে নিজের পুরনোরূপে ফিরতেও শুরু করেছেন ফরাসি স্ট্রাইকার।

এবার তার জোড়া গোলে সহজ জয় তুলে নিল প্যারিসিয়ানরা।

ফরাসি লিগ আঁর ম্যাচে আজ ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে পিএসজি ৩-১ গোলে হারিয়েছে লেন্সকে। প্রথমার্ধে মার্কো আসেনসিওর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর দ্বিতীয়ার্ধের শুরু দিকে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। শেষদিকে নিজের দ্বিতীয় গোলের দেখা পান তিনি। যোগ করা সময়ে একটি গোল শোধ করে লেন্স।

পিএসজিতে নতুন চুক্তি স্বাক্ষরে রাজি না হওয়ায় প্রাক-মৌসুম প্রস্তুতির দলে ছিলেন না এমবাপ্পে। তাকে ঘিরে আবারও রিয়াল মাদ্রিদে পাড়ি জমানোর গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। লিগ আঁতেও তাকে ছাড়া মাঠে নেমে সুবিধা করতে পারেনি পিএসজি। মৌসুমের প্রথম ম্যাচে ড্র করার পর এমবাপ্পেকে ফিরিয়ে আনা হয়। ফিরেই গোল পেয়েছিলেন তিনি। কিন্তু ম্যাচটি জিততে পারেনি ফরাসি চ্যাম্পিয়নরা।

এবার মৌসুমে নিজেদের তৃতীয় ম্যাচেও এমবাপ্পেকে শুরুতেই মাঠে নামান পিএসজি কোচ লুইস এনরিকে। কিন্তু আজ ঘরের মাঠে স্বাগতিক দর্শকরা তাকে কীভাবে গ্রহণ করে তা নিয়ে সংশয় ছিল। তবে সব সংশয় দূর হয়ে যায় তার ম্যাচ জেতানো পারফরম্যান্সে। সেই সঙ্গে এই ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হয়েছে সাবেক বার্সা তারকা উসমানে দেম্বেলের। দুজনের জুটি বেশ উপভোগ করেছেন পিএসজি সমর্থকরা।  

আজ ম্যাচের শুরু থেকে একক আধিপত্য দেখালেও গোল পেতে ৪৫তম মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয় পিএসজিকে। রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ফরোয়ার্ড আসেনসিও গোলের খাতা খোলেন। এরপর মূল একাদশে ফেরার পর প্রথম গোলের দেখা পান এমবাপ্পে। ৫২তম মিনিটে লুকাস এর্নান্দেসের সঙ্গে ওয়ান-টু পাসে কাছ থেকে জোরালো শটে বল জালে জড়িয়ে দেন তিনি।

নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা সময়ের প্রথম মিনিটের নিজের দ্বিতীয় গোলের দেখা পান এমবাপ্পে। তার বাঁকানো শট ঠেকাতে পারেননি লেন্সের গোলরক্ষক ব্রাইস সাম্বা। এরপর সফরকারীদের এলি ওয়াহির জোরালো শট ঠেকিয়ে ব্যবধান কমাতে দেননি পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। যদিও মিনিট তিনেক পর একটি গোল শোধ করেন লেন্সের মরগান গুইলাভোগি।  

৩ ম্যাচে ১ জয় ও ২ ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান পিএসজির। শীর্ষে থাকা মোনাকো সমান ম্যাচে জয় পেয়েছে দুইটিতে। তাদের সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে মার্শেই।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।