ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

১৮ বছর পর শৈশবের ক্লাবে ফিরলেন রামোস

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৩
১৮ বছর পর শৈশবের ক্লাবে ফিরলেন রামোস

পিএসজির সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর ক্লাবশূন্য হয়ে পড়েছিলেন তিনি। দলবদলের মৌসুম শেষ হয়ে গেলেও উপযুক্ত ক্লাব খুঁজে পাচ্ছিলেন না।

 ঠিক তখনই এগিয়ে এলো সেভিয়া। আর তাদের না করেননি সের্হিও রামোস।  ১৮ বছর পর আবারও শৈশবের ক্লাবে ফিরছেন ৩৭ বছর বয়সী এই ডিফেন্ডার। দুই মৌসুম পর আবারও লা লিগায় দেখা যাবে তাকে।  

সেভিয়া ছাড়াও রামোসকে নিতে আগ্রহ দেখিয়েছিল সৌদি আরবের আল ইত্তিহাদ, গালাতাসারে, এফসি পোর্তো ও মেজর লিগ সকারের ক্লাব। কিন্তু রামোস চেয়েছেন নিজের বাড়ির কাছাকাছি থাকতে। তাই সেভিয়ার সঙ্গে এক বছরের চুক্তি করেছেন তিনি।  

রামোস প্রসঙ্গে এক বিবৃতিতে সেভিয়া জানায়, 'সাত বছর বয়সে সের্হিও সেভিয়া এফসি একাডেমিতে যোগ দেয় এবং ১৬ বছর বয়সে রিজার্ভ দলে অভিষেক হওয়ার আগে ধাপে ধাপে এগিয়ে যায় সে। ১৯ বছর বয়সে রিয়াল মাদ্রিদে চলে যাওয়ার প্রায় দুই দশক পর ঘরে ফিরেছে  আমাদের সেন্টার-ব্যাক...। '

২০০৫ সালে রেকর্ড ট্রান্সফার ফি'তে সেভিয়া ছেড়ে রিয়াল যোগ দেন রামোস। ১৬ বছরের ক্যারিয়ারে ক্লাবটির হয়ে অসংখ্য শিরোপা জিতেছেন তিনি, দিয়েছেন নেতৃত্বও। ২০২১ সালে চুক্তি নবায়নে ব্যর্থ হওয়ার পর ফ্রি এজেন্ট হিসেবে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন এই ডিফেন্ডার। দুই মৌসুম শেষে আবারও নিজ দেশে ফিরলেন এই স্প্যানিশ।

এদিকে লা লিগায় মৌসুমের শুরুটা একদমই ভালো কাটেনি সেভিয়ার। তিন ম্যাচের তিনটিতেই হেরে পয়েন্ট টেবিলের একদম তলানিতে রয়েছে তারা। তবে রামোস ফেরায় যে তাদের ডিফেন্স আগের চেয়ে মজবুত হলো, সেটা অনায়াসেই বলা যায়।

বাংলাদেশ সময়: ২৩২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২৩ 

এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।