বার্সেলোনায় যোগ দিয়ে উড়ছেন তরুণ পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স। লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে উদ্বোধনী গোল করার পর চ্যাম্পিয়ন্স লিগেও করেছেন বাজিমাত।
চ্যাম্পিয়ন্স লিগের ‘এইচ’ গ্রুপে গতকাল রাতে আনতওয়ের্পের বিপক্ষে ৫-০ গোলের বড় ব্যবধানে জয়লাভ করে বার্সেলোনা। ক্লাবটির হয়ে জোড়া গোল পান ফেলিক্স। একটি করে গোল করেন রবের্ত লেভানডোভস্কি ও গাভি। বাকি গোলটি হয় আত্মঘাতী। ‘এফ’ গ্রুপে জার্মান ক্লাব ডর্টমুন্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছে পিএসজি। দলের হয়ে গোল পান কিলিয়ান এমবাপ্পে ও আশ্রাফ হাকিমি।
বেলজিয়ান ক্লাবটির মাঠে শুরু থেকেই দাপট দেখায় বার্সেলোনা। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে নাকানিচুবানি খাওয়ায় ক্লাবটি। এরই ধারাবাহিতকতায় একাদশ মিনিটেই গোল পায় কাতালানরা। গুনদোয়ানের সহায়তায় গোলটি করেন ফেলিক্স। ১৯তম মিনিটে ব্যবধান বাড়ান লেভানডোভস্কি। ফেলিক্সের থ্রো বল থেকে বল জালে পাঠান এই স্ট্রাইকার।
দুই মিনিট পর আত্মঘাতী গোল করে বার্সেলোনার ব্যবধান আরও বাড়িয়ে দেয় বেলজিয়ান ক্লাবটি। প্রথমার্ধে এরপর আর কোনো গোল পায়নি কেউ। বিরতির পর আগের মতোই খেলতে থাকে বার্সা। ৫৪তম মিনিটে গিয়ে চতুর্থ গোলের দেখা পায় তারা। লেভানডোভস্কির ক্রস থেকে গোলটি করেন গাভি। ৬৬তম মিনিটে দলের পঞ্চম গোল ও ব্যক্তিগত দ্বিতীয় গোল পূর্ণ করে বার্সার বড় জয় নিশ্চিত করেন ফেলিক্স।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
আরইউ