২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাই শুরু হচ্ছে শিগগিরই। নিজেদের প্রথম প্রতিপক্ষ হিসেবে আগামী ১২ অক্টোবর মালেতে প্রথম লেগে ও ১৭ অক্টোবর বসুন্ধরা কিংস অ্যারেনায় দ্বিতীয় লেগে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ।
আজ এই দুই ম্যাচের জন্য ১৫ জনের নাম প্রকাশ করেছেন বাংলাদেশের কোচ। বাকি সদস্যদের নাম ঘোষণা করা হবে আগামী ২ অক্টোবর; বসুন্ধরা কিংস এএফসি কাপের ম্যাচ শেষ করার পর।
প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ডিফেন্ডার শাকিল হোসেন, মিডফিল্ডার জায়েদ আহমেদ ও ফরোয়ার্ড আরমান ফয়সাল। তিন ফুটবলারের মধ্যে জায়েদ ও আরমান গত মৌসুমে অবনমিত হওয়া আজমপুর ফুটবল ক্লাবের।
একনজরে বাংলাদেশের ১৫ জনের আংশিক দল
গোলরক্ষক: মিতুল মারমা, পাপ্পু হোসেন
ডিফেন্ডার: ইসা ফয়সাল, শাকিল হোসেন, হাসান মুরাদ, আলমগীর মোল্লা, রহমত মিয়া
মিডফিল্ডার: হৃদয়, জায়েদ আহমেদ,রবিউল হাসান, দীপক রয়, ফয়সাল আহমেদ ফাহিম, সুমন রেজা, সাজ্জাদ হোসেন ও আরমান ফয়সাল।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
আরইউ