একের পর এক দুঃসংবাদ শুনতে হচ্ছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে। ক্লাবটির বেশ কয়েকজন ফুটবলার রয়েছেন ইনজুরিতে।
গতকাল গ্রানাদার বিপক্ষে ২-২ ব্যবধানে ড্র করে বার্সেলোনা। ম্যাচটিতে চোট পান কুন্দে। বার্সা জানায়, এই ডিফেন্ডারের বাম হাঁটুর লিগামেন্টে চোট পাওয়ার কথা। তবে ঠিক কবে সেরে উঠবেন তিনি, এই ব্যাপারে জানানো হয়নি কিছু। যদিও স্প্যানিশ সংবাদমাধ্যম বলছে, এক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।
এর আগে অ্যাঙ্কেলের চোটে গত সপ্তাহে মাঠের বাইরে ছিটকে যান স্ট্রাইকার রবের্ত লেভানডোভস্কি। এছাড়া চোটে পড়ে দলের বাইরে আছেন দুই মিডফিল্ডার পেদ্রি, ফ্রেংকি ডি ইয়ং ও ফরোয়ার্ড রাফিনিয়াও।
লা লিগায় ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তিন নম্বরে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে জিরোনা দুইয়ে, ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২৩
আরইউ