ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

দ্বিতীয় লেগের প্রস্তুতি নিচ্ছে মালদ্বীপ-বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
দ্বিতীয় লেগের প্রস্তুতি নিচ্ছে মালদ্বীপ-বাংলাদেশ

মালদ্বীপের মালেতে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফের অ্যাওয়ে ম্যাচ খেলেছে বাংলাদেশ। ফিরতি পর্বের ম্যাচ ঢাকায় আগামী ১৭ অক্টোবর।

সেই ম্যাচ খেলতে গতকাল দুপুরে ঢাকায় আসছে মালদ্বীপ। বাংলাদেশ ফিরেছে সন্ধ্যায়।

দ্বিতীয় লেগের প্রস্তুতি নিতে আজ অনুশীলন করেছে দুই দলই। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুশীলন করেছে মালদ্বীপ। বাংলাদেশ দল অনুশীলন করেছে বসুন্ধরা কিংস অ্যারেনাতে।  

দ্বিতীয় লেগের ম্যাচে কিংস আরেনাতে মুখোমুখি হবে দুই দল। মালদ্বীপ ফুটবল দলের সঙ্গে এসেছেন বাফুফের সাবেক ট্যাকনিক্যাল ডাইরেক্টর পল স্মলি। বাফুফের দায়িত্ব ছাড়ের পর এই প্রথম বাংলাদেশে আসলেন। পল গত চার বছর বাংলাদেশের ফুটবলের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে ছিলেন। তাই মালদ্বীপ ফুটবল এসোসিয়েশন তাদের ট্যাকনিক্যাল ডাইরেক্টরকে নিয়েই দল পাঠিয়েছে।

বাংলাদেশ মালদ্বীপে অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করেছে। সাধারণত অ্যাওয়ে ম্যাচের গোল গুরুত্বপূর্ণ হলেও বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে সেটা বিবেচ্য হচ্ছে না। ফলে ১৭ অক্টোবর নির্ধারিত সময়ে খেলা ড্র হলে অতিরিক্ত সময়ে গড়াবে। ১৭ অক্টোবরের ম্যাচে জয়ী দলই বিশ্বকাপ বাছাইয়ে খেলবে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।