ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

জাতীয় দলের ক্যাম্পে ফিরলেন শেখ রাসেলের দীপক রায়

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৬, নভেম্বর ১৯, ২০২৩
জাতীয় দলের ক্যাম্পে ফিরলেন শেখ রাসেলের দীপক রায়

অস্ট্রেলিয়া ও লেবানন ম্যাচের জন্য বাংলাদেশের ৩০ জনের প্রাথমিক দলে ছিলেন আলমগীর মোল্লা ও শেখ রাসেল ক্রীড়া চক্রে খেলা দীপক রায়। ২৩ জনের চূড়ান্ত দলে তারা জায়গা পাননি।

তাই ক্যাম্প ছেড়েছিলেন দল যখন মেলবোর্ন যায়। মেলবোর্নে সাদ ও রাকিব একটি করে হলুদ কার্ড পাওয়ায় ঢাকায় লেবানন ম্যাচে খেলতে পারবেন না। তাই আবার আলমগীর ও দীপককে ক্যাম্পে ডেকেছেন কোচ হাভিয়ের কাবরেরা।

২১ নভেম্বর কিংস অ্যারেনায় লেবাননের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছিলেন শেখ রাসেলের ডিফেন্ডার দীপক রায়। কয়েক দিন অনুশীলন করলেও নিজেকে চূড়ান্ত দলে জায়গা করে নিতে পারেননি। রাকিব ও সাদ উদ্দিনের সাসপেনশন দীপককে ২৩ জনের চূড়ান্ত দলে সুযোগ করে দিয়েছে।

বাংলাদেশ দল গতকাল অনুশীলন করেনি; বিশ্রাম করেছে। আজ তাদের অনুশীলন করার কথা রয়েছে। তবে অনুশীলনটি বদ্ধ দুয়ারে হবে।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।