ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

গ্রুপসেরা হয়ে কোয়ার্টার ফাইনালে কিংস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৩
গ্রুপসেরা হয়ে কোয়ার্টার ফাইনালে কিংস

আগেই নিশ্চিত হয়েছে কোয়ার্টার ফাইনাল। নিয়মরক্ষার ম্যাচে চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হয়েছিল বসুন্ধরা কিংস।

নিয়মিত একাদশের দশজনকে ছাড়াই খেলতে নামা দলটি জিততে না পারলেও ঠিকই হয়েছে গ্রুপসেরা। ড্রয়ে শেষ করেছে ম্যাচ।  

আজ স্বাধীনতা কাপে চট্টগ্রাম আবহনীর সঙ্গে গোলশূন্য ড্র করে বসুন্ধরা কিংস। এই ড্রয়ে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে থেকে পরবর্তী পর্ব নিশ্চিত করেছে তারা। দুই পয়েন্ট নিয়ে শেষ আট নিশ্চিত করেছে চট্টগ্রাম আবাহনীও। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে কিংসের প্রতিপক্ষ বাংলাদেশ সেনাবাহিনী। আর চট্টগ্রাম আবাহনী খেলবে মোহামেডানের বিপক্ষে।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে দুই দল সমানভাবে লড়াই করে। প্রথমার্ধে দুই দলই সুযোগ নষ্ট করেছে। মিগেল ফিগেইরা, আসরোর গফুরভ, তারিক কাজী, বিশ্বনাথ ঘোষদের অভাব ফুটে উঠে। এরপরেও সুযোগ আসে কিংসের সামনে কিন্তু সেগুলা গোলে পরিণত করতে পারেনি ইব্রাহিম-মতিন মিয়ারা।

দ্বিতীয়ার্ধে এসে দরিয়েলতন গোমেজ, রাকিব হোসেনকে মাঠে নামান ব্রুজোন। এরপরেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কিংস। পরের রাউন্ডে যেতে চট্টগ্রাম আবাহনীর দরকার ছিল হার এড়ানো, রক্ষণ আগলে রেখে সেই কাজটা ঠিক ঠাক সেরেছে দলটি।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।